কৃষি সম্প্রসারণ ও আধুনিকায়নে এডিবির সঙ্গে চীনের ঋণচুক্তি
2023-01-30 19:33:56

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: কৃষি খামার সম্প্রসারণ এবং কৃষির আধুনিকায়ন বিষয়ক নানা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক –এডিবি’র সঙ্গে ঋণ চুক্তি করেছে চীন সরকার। বিশেষ করে ইয়েলো রিভার বা হলুদ নদী তীরবর্তী অঞ্চলের কৃষি উন্নয়নে ঋণের এ অর্থ খরচ করা হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

শনিবার চীনের অর্থমন্ত্রণালয় এডিবির সঙ্গে ঋণচুক্তি বিষয়ক তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, মোট ১৭০ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ঋণ দিচ্ছে এডিবি। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৬ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে চীনকে।

ঋণের অর্থ দিয়ে নেওয়া প্রকল্পের অংশ হিসেবে শাংসি, শানতোং, হ্যনান, কানসু, ছিংহাই ও নিংশিয়া প্রদেশে কৃষি সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন উৎসাহিত করা হবে। এর পাশাপাশি কৃষি শিল্পের মূল্য চেইন ও কৃষি উৎপাদন প্রক্রিয়াকে আরো টেকসই করার কাজে চীন এ অর্থ ব্যয় করবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয়।

সাজিদ/ শান্তা