চাকরির বাজার জমে উঠছে চীনের বড় শহরগুলোতে
2023-01-30 19:30:34

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে কোভিড-১৯ মহামারী-সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন চাকরিপ্রার্থীরা বেইজিং, শাংহাই ও শেনজেনের মতো শহরগুলোতে ভিড় করতে শুরু করেছেন নিজেদের ভাগ্য অন্বেষণে৷

চাওফিন নামের একটি অনলাইন নিয়োগ সংস্থা এবং আর্থিক বিশ্লেষক চ্যপিং হংকুয়ানের এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চলের শহরগুলো যেমন চেচিয়াং প্রদেশের হাংচৌ ও শাংহাইয়ে ২০২২ সালে যে চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে, তার প্রায় ২৪ শতাংশই পেয়েছেন দেশের অন্যান্য অঞ্চলের থেকে আসা চাকরিপ্রার্থীরা।

ওই প্রতিবেদনে দেখা যায়, বৃহত্তর উপসাগরীয় এলাকা এবং বেইজিং-থিয়ানচিন-হ্যপেই অঞ্চলের শহরগুলোতেও নতুন চাকরি খুঁজে পাওয়া যুবকদের একটি বড় অংশ এসেছে দেশের নানা প্রান্ত থেকে। বৃহত্তর উপসাগরীয় এলাকার শহরগুলেতে এ হার ১৬ দশমিক ৪ শতাংশ এবং বেইজিং-থিয়ানচিন-হ্যপেই অঞ্চলের শহরগুলোতে ১২ দশমিক ৯ শতাংশ।

রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি