‘চীনা নববর্ষের’ কার্যক্রম অনেক দেশে অনুষ্ঠিত হয়েছে; চীনা নববর্ষ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে
2023-01-30 14:57:17



বসন্ত উত্সব চলাকালীন, থাইল্যান্ড, সৌদি আরব, আর্জেন্টিনা এবং অন্যান্য দেশে ‘চীনা নববর্ষকে’ শুভেচ্ছা জানিয়ে নানা কার্যক্রম আয়োজন করেছিল; যা একটি শক্তিশালী চীনা ‘নববর্ষের আমেজ’ উপহার দিয়েছে এবং সারা বিশ্বের মানুষকে শুভেচ্ছা জানিয়েছে। চলুন প্রথমে দক্ষিণ আমেরিকায় গিয়ে দেখি সেখানে চীনা নববর্ষ কীভাবে উদযাপন করা হয়।

‘নববর্ষের ড্রাগন বোট রেস ২০২৩’ সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে শুরু হয়। গোটা আর্জেন্টিনা থেকে ২১টি দলের মোট দুইশ জনেরও বেশি প্রতিযোগী বিখ্যাত পুয়ের্তো মাদেরোতে প্রতিদ্বন্দ্বিতা করে। এই ড্রাগন বোট রেসটি আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের আর্জেন্টিনার ‘শুভ চীনা নববর্ষ’ সিরিজের সাংস্কৃতিক কার্যক্রমের অংশ। ড্রাগন বোট রেসের সাইটে চায়না মিডিয়া গ্রুপের ২০২৩ সালের বসন্ত উত্সব গালার প্রচারমূলক ভিডিওটি বড় পর্দায় সম্প্রচার করা হয়। পাশাপাশি স্ট্যান্ডে টাঙানো প্রচারমূলক ব্যানারগুলি প্রতিযোগিতায় আরও ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উপাদান এবং খরগোশ  বর্ষের বসন্ত উত্সবের পরিবেশ যোগ করে।

 

থাইল্যান্ডে চীনা নববর্ষ কীভাবে উদযাপন করা হয়- তা দেখে নেওয়া যাক।

থাইল্যান্ডে, চীন ও থাইল্যান্ড যৌথ ‘শুভ চীনা নববর্ষ’ ইভেন্টটি ব্যাংককের ইয়াওরাত রোডের চায়নাটাউনে অনুষ্ঠিত হয়েছে।  ‘শুভ খরগোশ বর্ষ’ এই থিমের আলোকে ইভেন্টটি আয়োজন করা হয়। চীনা লণ্ঠনের উজ্জ্বল আলোয় একটি চীনা নববর্ষের পরিবেশ উপহার দেয় এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও পর্যটক আকর্ষণ করে।

 

মধ্যপ্রাচ্যও চীনা নববর্ষ উদযাপন করা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কেন্দ্রে অবস্থিত ‘ওয়ার্ল্ড অ্যাভিনিউ’-এর চায়নাটাউনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং সৌদি বিনোদন সাধারণ প্রশাসন কর্তৃক আয়োজিত ‘শুভ চীনা নববর্ষ’ অনুষ্ঠানটি সেখানে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং লোকজ পরিবেশনা যেমন ড্রাগন ও সিংহ নাচ, অ্যাক্রোব্যাটিকস এবং মুখ পরিবর্তনকারী সিচুয়ান অপেরা ইত্যাদি। চিনি দিয়ে আঁকা, কাগজ কাটা এবং লাল লণ্ঠনের মতো সাংস্কৃতিক উপাদানের শক্তিশালী চীনা শৈলী চীনা সংস্কৃতির মোহনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে। স্থানীয় নাগরিক ফাহাদ বলেন, আমি চাইনিজ ভাষায় আমার চীনা বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আমিও আপনাদের সবার জন্য শুভকামনা ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।

আমি খুব খুশি যে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ চীনা নববর্ষকে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে উদযাপন করছে, বিশ্ব ইতিমধ্যেই চীনের সংস্কৃতি গ্রহণ করেছে এবং চীনা সংস্কৃতি বিশ্বকে প্রভাবিত করছে।

 


জিনিয়া/তৌহিদ/শুয়েই