সিএমজি বাংলা ডেস্ক, জানুয়ারি ৩০: চীনের বসন্ত উৎসব উদযাপনে আনন্দ ভাগাভাগি করেছে তিউনিসিয়ার নাগরিকরাও।
সম্প্রতি তিউনিসিয়ার রাজধানীতে একটি বইয়ের দোকানে আয়োজিত এক অনুষ্ঠানে চীনা নববর্ষের আনন্দ উপভোগ করেন দেশটির শিক্ষার্থীরা।
মজার কিছু কুইজে উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন অনেকেই। এছাড়া কাগজে চীনা অক্ষর লিখেও পেয়ে যান আকর্ষনীয় পুরস্কার।
গ্লোবাল ওভারসিজ চাইনিজ বুকস্টোরে চীন দেশের বইগুলোর প্রদর্শনী আয়োজন করা হয়। সেখানে বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের ৮৫টি বই নিয়ে আলোচনা হয় ।
উৎসবে অংশগ্রহণকারীদের অধিকাংশই তিউনিসিয়ার কার্থেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের যেমন ভালো সময় কেটেছে, একইসঙ্গে চীন দেশ সম্পর্কে ভালো ধারণাও তৈরী হয়েছে তাদের।
এইচআরএস/সাজিদ