জানুয়ারি ২৯: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গতকাল (শনিবার) এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও ৪ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রোববার ভোর আড়াইটার দিকে বেভারলি হিলসের কাছে একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি মৃতদেহ উদ্ধার করে এবং আহত আরও ৪ জনকে হাসপাতালে পাঠায়।
গেল ৮ দিনে ক্যালিফোর্নিয়ায় এটি ছিল এমন চতুর্থ ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারী গ্রেফতার হয়নি। (শিশির/আলিম/রুবি)