সু সিং
2023-01-29 13:53:11

সু সিং ১৯৮৪ সালের ৫ মার্চ চীনের শানসি প্রদেশের সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন হিপ হপ-আরএন্ডবি ক্রিয়েটিভ টাইপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং উপস্থাপক।

২০০৭ সালে তিনি হুনান টিভির একটি প্রতিভা সন্ধান অনুষ্ঠানে অংশ নিয়ে সিআন প্রতিযোগিতা অঞ্চলের চ্যাম্পিয়ন এবং সারা দেশে রানার্স-আপ হন। একই বছর তিনি ইই-মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম একক গান “ব্যথার স্বীকারোক্তি” প্রকাশ করেন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৮ ডিসেম্বর তিনি প্রথম একক ইপি “শরত্কাল” প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি চায়না অরিজিনাল সং অ্যাওয়ার্ডে “সেরা জনপ্রিয় গায়ক” পুরস্কার জিতেন। একই বছর তিনি সনি মিউজিকে যোগ দেন। ২০১০ সালের মে তিনি প্রথম একক অ্যালবাম “মিস মোড” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গান বার্ষিক বেইজিং পপসঙ্গীত অনুষ্ঠানে বছরের গোল্ডেন মেলোডি পুরস্কার জিতে নেয়।

 

২০১১ সালের ডিসেম্বর মাসে তিনি নতুন অ্যালবাম “একটানা সময়” প্রকাশ করেন। ২০১২ সালের মার্চ তিনি একটি কর্মক্ষেত্রে রোমান্টিক কমেডিতে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রের থিমসং গান। নভেম্বর মাসে তিনি একক অ্যালবাম “নতুন বিশ্ব” প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভুক্ত “হিরো” গানটি ২০তম বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে বছরের গোল্ডেন মেলোডি পুরস্কার জিতে নেয়। 

“নতুন বিশ্ব” অ্যালবামে তিনি তাঁর সঙ্গীত জ্ঞান এবং জীবনযাপনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অ্যালবামটিতে আর অ্যান্ড বি ও হিপ হপ স্টাইল লক্ষ্যণীয়। পপসঙ্গীতে অপরিহার্য প্রেম ও ভালোবাসা ছাড়া বিশ্ব ও বর্তমানের সামাজিক ব্যাপারের প্রতি তাঁর চিন্তাভাবনাও অ্যালবামে প্রতিফলিত হয়েছে। প্রধান গান “হৃদয়ের বিশ্ব”-এ তিনি উষ্ণ ও অন্তর্মুখী পদ্ধতিতে তিনি চরম হতাশায় আশার কথা বর্ণনা করেন। 

 

“ভালোবাসার ভয়” গানটি সু সিংয়ের একক সৃষ্ট গান। গানটি তাঁর ২০১১ সালে প্রকাশিত “একটানা সময়” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি পাশাপাশি অ্যালবামের দ্বিতীয় প্রধান গান।

“বেইজিং সিটি” সু সিংয়ের ২০১৪ সালে প্রকাশিত হিপ হপ অ্যালবাম “৩০ বছর বয়সের আগে”র প্রধান গান। গানটি একটি ‘ছোট তারকা”র দৃষ্টিকোণ থেকে বেইজিং ড্রিফটারের সুন্দর কিন্তু নিষ্ঠুর জীবনরূপ বর্ণনা করে। 

 

(প্রেমা/আলিম)