২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন: জাতিসংঘ অর্থনীতিবিদ
2023-01-29 19:13:38

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির পুনরুদ্ধার ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের গ্লোবাল ইকোনমিক মনিটরিং ব্রাঞ্চের প্রধান হামিদ রাশিদ সিনহুয়ার সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাবনা বিষয়ক ২০২৩ সালের রিপোর্ট প্রকাশের পর তিনি এ সাক্ষাৎকার দেন।

হামিদ রাশিদ বলেন, তিনি মনে করেন চীনের অর্থনীতি সঠিক পথে রয়েছে। চীনের মুদ্রানীতিও যথার্থ। দেশটিতে অভন্তরীণ ভোগব্যয় বাড়ছে। বাড়ছে শিল্প বিনিয়োগও।

এ জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি রপ্তানি প্রভাবিত না হয়ে অভ্যন্তরীণ ভোগ প্রভাবিত হবে বলে মন্তব্য করেন তিনি। আর চীনের অর্থনীতিতে দ্বিতীয় নিয়ামক হয়ে উঠবে সরকারি বিনিয়োগ। দীর্ঘমেয়াদে চীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারবে বলেও মনে করেন জাতিংসঘের শীর্ষ এ অর্থনীতিবিদ।

হামিদ রাশিদ বলেন, যদি চীনের অর্থনীতির এ ধারা অব্যাহত থাকে তাহলে ২০২২ সালে দেশটির প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ, এমনকি তার বেশিও হতে পারে।

অন্যদিকে, চীনের বহিঃ-পর্যটনের আকার বিশাল বলে এটি মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো পর্যটননির্ভর দেশগুলোর জন্য সুবিধা নিয়ে আসবে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো ম্যানুফ্যাকচারিং অর্থনীতির দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক ভালো। তাই এ সব দেশের অর্থনীতির জন্যও চীন আশীর্বাদ নিয়ে আসবে ২০২৩ সালে।

হাশিম/ঐশী
তথ্য ও ছবি: সিনহুয়া।