ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)-এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৪ সাল থেকে চীনা ভাষা ও সংস্কৃতি শেখাচ্ছেন। তিনি চার বার চীনা সরকারের পূর্ণ বৃত্তি নিয়ে চীনে অধ্যায়ন করেছেন। তিনি বহুদিন ধরে চীনা কূটনীতি এবং অন্যান্য দেশে চীনা বিনিয়োগ নিয়ে গবেষণা করে আসছেন। এ ছাড়া, বাংলাদেশের এবং আন্তর্জাতিক জার্নালে তার বেশ কিছু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। চলুন আলাপ করি ড. রফিকুল ইসলামের সঙ্গে।