তিব্বতী জাতির লিথোগ্রাফ, সাংস্কৃতিক উদ্ভাবন লিপস্টিক, তিব্বতী জাতির বৈশিষ্ট্যময় প্যাকব্যাক, ও তিব্বতী জাতির পোস্টকার্ড...এসবই হলো যুবক নিং শাও সিয়ান কর্তৃক প্রচারিত সাংস্কৃতিক পণ্য। তিনি পণ্যের পিছনের ইতিহাস ভালভাবে জানেন। তিনি ও তাঁর সহকর্মীরা কাননানের বৈশিষ্ট্যময় দৃশ্য ও তিব্বতী সাংস্কৃতিক উপকরণ দিয়ে সাংস্কৃতিক পণ্য তৈরী করেন। এ পদ্ধতিতে সবার সঙ্গে কাননানের সংস্কৃতির পরিচয় করিয়ে দেন ও প্রচার করেন।
সাংস্কৃতিক পণ্য গবেষণা, তৈরী ও বিক্রয় ছাড়াও নিং শাও সিয়ান কাননান বান্নারের যুবক ব্যবসা মালিক সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বছরগুলোয় সমিতিটি সদস্যদের জন্য শক্তিশালী ও বহুমূখী শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সমিতিটি স্থানীয় যুব শিল্পপতিদেরকে বিনিয়োগ সংগ্রহ, অভিজ্ঞতা বিনিময় ও প্রচারে সহায়তা করে থাকে। পাশাপাশি, পারস্পরিক সহায়তা তহবিল গড়ে তুলে স্থানীয় গ্রামীণ যুবকদেরকে প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করে।
নিং শাও সিয়ান জানান, কাননান বান্নারের শিল্প ও ব্যবসা ফেডারেশনের উদ্যোগে কাননান বান্নারের যুবক ব্যবসা মালিক সমিতি ২০১৮ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। সমিতিটি যুবক শিল্পপতিদেরকে সমন্বয় করে অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে পরামর্শসেবা দিয়ে থাকে।
বর্তমানে কাননান বান্নারের সাতটি জেলা ও একটি শহরে কাননান বান্নারের যুবক ব্যবসা মালিক সমিতির সদস্যপ্রতিষ্ঠান আছে। রিয়েল এস্টেট, বুদ্ধিমান সফ্টওয়ার, সাংস্কৃতিক পর্যটন, কৃষি ও পশুপালন শিল্পের সঙ্গে সদস্যরা জড়িত। সমিতির অধিকাংশ সদস্য হলেন কাননান বান্নারের বাসিন্দা যারা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।
সাম্প্রতিক বছরগুলোয় কাননান বান্নার যুবক ব্যবসা সমিতি ভালভাবে সামাজিক দায়িত্ব পালন করে আসছে। সমিতির সদস্যপ্রতিষ্ঠানগুলো কাননান বান্নারের ৩৫টি কৃষি ও পশুপালন সমবায়ের সঙ্গে কৃষি ও পশু পণ্য বিক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে। সদস্যপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় কাননান বান্নারের আটটি জেলার ৬৫টি কৃষি ও পশুপালন পেশাদার সমবায় ও প্রতিষ্ঠান ২ কোটি ইউয়ানের দারিদ্র্যবিমোচন তহবিল পেয়েছে।
এ ছাড়াও, কাননান বান্নার যুবক ব্যবসা সমিতি চুওনি জেলার তাওকাও প্রাথমিক বিদ্যায়লয়ের জন্য শিক্ষা তহবিল গড়ে তুলেছে। নিং শাও সিয়ান আশা করেন, সমিতিটির যুব সদস্যরা নিজেদের ব্যবসা উন্নয়নের পাশাপাশি, আরো বেশি সামাজিক দায়িত্ব পালন করবেন।
কাননান তিব্বতী জাতির স্বায়িত্বশাসিত বান্নারের বাজার তত্তাবধান ও পরিচালনা ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত বান্নারে মোট ৬০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ২০২২ সালে বান্নারে নতুন গড়ে উঠেছে ৯০৬৮টি প্রতিষ্ঠান এবং নতুন নিবন্ধিত মূলধন ১৭.৩৩৮ বিলিয়ন ইউয়ান, যা ২০২১ সালের চেয়ে যথাক্রমে ২২.৬ ও ১৮.২ শতাংশ বেশি। (ছাই/আলিম)