চান্দ্র নববর্ষ উপলক্ষে পুরো চীনজুড়ে এখন উৎসবের আামেজ। নানা বর্ণিল আয়োজনে সেজেছে শহরগুলো। চীনা চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব চলাকালীন দিনব্যাপী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন।
"জনকল্যাণমূলক কাজের কোনো সীমানা নেই" –এই থিম নিয়ে চীনে চন্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব চলাকালীন দিনব্যাপী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার এসোসিয়েশন। এই কার্যক্রমে স্বেচ্ছাসেবকদলের ১৫ জনেরও বেশি বিদেশি ও চীনা শিক্ষার্থী অংশ নেন।
১৮ জানুয়ারী দিনব্যাপী জনকল্যাণমূলক কার্যক্রমটি চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত লোটাস পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে কমিউনিস্ট যুব লীগের চিয়াংশি প্রাদেশিক কমিটি, চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এর লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন এবং লোটাস পাবলিক লাইব্রেরি।
এসময় উপস্থিত ছিলেন, চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স-এর ওভারসিজ এডুকেশন স্কুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্যান ইং, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, এবং লোটাস পাবলিক লাইব্রেরির কর্মকর্তা শিয়া ছিয়ানরু।
এই ইভেন্টের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা চীনা নববর্ষ উপলক্ষে উষ্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ চীনা জাতির মানবতাবাদী আকর্ষণকে পুরোপুরি অনুভব করতে পেরেছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা লোটাস পাবলিক লাইব্রেরির ভিতরে এবং বাইরে জনকল্যাণমূলক পরিষেবার কাজ করে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সময় স্বেচ্ছাসেবকরা লাইব্রেরির ভেতরে শৃঙ্খলা বজায় রাখা, লাইব্রেরিতে বইগুলোকে সাজিয়ে রাখা, ফুল ও গাছের যত্ন নেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে লেই ফাং-এর চেতনা অনুশীলন করে।
জনকল্যাণমূলক পরিষেবার পাশাপাশি, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা ঐতিহ্যবাহী চীনা নববর্ষের অভিজ্ঞতাও অর্জন করে। তারা চাইনিজ নববর্ষ উদযাপনের জন্য ডাম্পলিং তৈরি করা এবং চাইনিজ ক্যালিগ্রাফিসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।
চিয়াংসি ইউনিভার্সিটি অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের স্কুল অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের একজন বাংলাদেশি ডক্টরেট ছাত্র মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম বলেন, "লেই ফেং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন অনেক জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছে। তবে এই প্রথম আমরা চাইনিজ বসন্ত উৎসবের সময় এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রমে অংশগ্রহণ করা একটি বিশেষ অভিজ্ঞতা। লোটাস বুকস্টোরের বড় পরিবার। আমরা যত্ন সহকারে এই বইয়ের দোকানটি পরিষ্কার করেছি, নববর্ষের জন্য সাজসজ্জা করেছি, ডাম্পলিং তৈরি করেছি এবং স্টাফ ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে বসন্ত উৎসবের দ্বিচরণ লিখেছি।”
উল্লেখ্য, লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ২০২১ সালের ৫ মার্চ ‘ফর আ স্মাইল’—এ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে। এই স্বেচ্ছাসেবক দলটি বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল উদ্যমী ও উৎসাহী তরুণের সমন্বয়ে আন্তর্জাতিক ও চীনা শিক্ষার্থীদের নিয়ে গঠিত।
(ইয়াং/আলিম/ছাই)