চীনের রাষ্ট্রীয় পরিষদের কর্মসভায় অর্থনীতি বিষয়ে জরুরি নির্দেশনা দিলেন লি খ্য ছিয়াং
2023-01-29 19:23:27

জানুয়ারি ২৯: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শনিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের এক কর্মসভায় সভাপতিত্ব করেন। তিনি সকলের প্রতি বর্তমান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন-প্রক্রিয়া বেগবান করতে, চলতি বছরের শুরু থেকে অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে, ভোগ পুনরুদ্ধার করতে, এবং বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

    কর্মসভায় বলা হয়, বর্তমানে চীনা অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে এবং প্রবৃদ্ধির প্রবণতাও দেখা যাচ্ছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পরিকল্পনা অনুযায়ী, প্রবৃদ্ধির স্থিতিশীলতা, কর্মসংস্থান, এবং দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

    কর্মসভায় আরও বলা হয়, এবারের বসন্তের কৃষি-ফলনের ওপর সারা বছরের মোট ফলনের ৬০ শতাংশ নির্ভর করবে। তাই, সবার উচিত কৃষিসময় মিস না-করা এবং বসন্তের রোপণের জন্য আগাম প্রস্তুতি নেওয়া। (রুবি/আলিম/শিশির)