বসন্ত উৎসবের ছুটিতে চীনের বক্স অফিসে আয় ৬ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান
2023-01-29 19:19:36

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের বসন্ত উৎসবের ছুটিতে চীনের চলচ্চিত্র বক্স অফিস আয় করেছে  প্রায় ৬ দশমিক ৭৬  বিলিয়ন ইউয়ান।  শনিবার চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন  এ তথ্য জানিয়েছে।

 

প্রশাসন বলছে, শীর্ষ আয়ের মধ্যে রয়েছে 'ফল রিভার রেড' এবং সাইন্স ফিকশন ব্লকবাস্টার 'দ্য ওয়ান্ডারিং আর্থ ২' চলচ্চিত্র। এরমধ্যে  ফুল রিভার রেড চলচ্চিত্র থেকে আয় হয়েছে প্রায় ২ দশমিক ৬১ বিলয়ন ইউয়ান ও  দ্য ওয়ান্ডারিং আর্থ ২ চলচ্চিত্র থেকে আয় হয়েছে ২ দশমিক ১৬ বিলিয়ন ইউয়ান। 

এ বছরের চলচ্চিত্রগুলো বিভিন্ন জনরার করা হয়েছিল। যাতে করে দর্শক আকৃষ্ট করতে পারে আগের চেয়ে কয়েকগুন।

চায়না ফিল্ম আর্কাইভের সমীক্ষা বলছে, সপ্তাহব্যাপী ছুটির সময় প্রদর্শিত দেশীয় চলচ্চিত্রগুলো ৮৭ দশমিক ১ পয়েন্ট  অর্জন করেছে।

চায়না ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি রাও শুককুয়াং বলেছেন,  ছুটির পরে চলচ্চিত্রে দর্শক আরও বাড়বে।  কারণ যারা বসন্ত উৎসবের ছুটিতে ভ্রমণে ব্যস্ত ছিলেন তারা চলচ্চিত্র দেখার সুযোগ পাননি।

আরও কয়েক সপ্তাহ পর্যন্ত হলগুলোতে চলচ্চিত্রপ্রেমীদের ভিড় থাকবে বলে আশাবাদী সভাপতি।

মিম/হাশিম

তথ্য ও ছবি- চায়না ডেইলি