‘প্রেমের গান’
2023-01-29 11:04:00

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

প্রিয় শ্রোত, আজকের অনুষ্ঠানে আমরা প্রেম বিষয়ক কয়েকটি চীনা গান শুনবো। আজকের অনুষ্ঠানে আমরা কিছু নতুন ও বিভিন্ন ধারার গান শুনবো। কি রকম বিভিন্নতা? গানগুলো শুনেলেই আপনারা জানতে পারবেন। তাহলে বন্ধুরা, 'ছোট চুল' শীর্ষক একটি গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। গানটি প্রথমে গেয়েছেন চীনের হংকংয়ের নারী কন্ঠশিল্পী লিয়াং ইয়ং ছি। এখন আমরা শুনবেন যুব কন্ঠশিল্পী চাং মিং সিন’র কন্ঠে গানটি শুনবো।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং মিং সিন’র কন্ঠে ‘ছোট চুল’ শীর্ষক গান। এখন আপনারা জানতে চান কি ধরনের বিভিন্নতা রয়েছে এ গানগুলোতে? আমি জানিয়ে দিচ্ছি। এ গানগুলো দ্বৈতকণ্ঠের গান। অর্থাত গায়ক-গায়িকা এক সঙ্গে এ গান গেয়েছেন। এ ভাবে গাওয়া প্রেমের গান স্বাভাবিকভাবেই সুন্দর হবে, মজার হবে। প্রেমের গানে ছেলে ও মেয়ের কণ্ঠ মিলে হবে মধুরময়। তাই না? আশা করছি আজ প্রেমের গান শুনে আপনারা নিজের মনে প্রেমানুভূতি অনুভব করবেন। এখন 'চাঁদে পালাই' শীর্ষক গান আপনাদের জন্য পরিবেশন করছি।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'চাঁদে পালাই' শীর্ষক গান। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআইয়ের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান 'তোমার জন্য গান'। আপনারা কোনো প্রিয় গান শুনতে চাইলে জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। এখন শোনাবো ‘বালিশের কাছে গল্প’ শর্ষীক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘বালিশের কাছে গল্প’ শর্ষীক গান। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের থিম হচ্ছে, 'প্রেমের গান'। আশা করছি আপনারা এ গানগুলোর মাধ্যমের আনন্দ পাবেন। এখন আমি আপনাদেরকে ‘বাতাস উড়ছে’ শীর্ষক গান শোনাবো। গানটি চীনের একজন খুবই জনপ্রিয় ইন্টারনেট কন্ঠশিল্পীর কন্ঠে গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘বাতাস উড়ছে’ শীর্ষক গান। বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গন'। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। এখন আমি আপনাদেরকে ‘একা বসবাস করি’ শীর্ষক গান শোনাবো। গানটি চীনের হংকংয়ের নারী কন্ঠশিল্পী রং জু এর’র কন্ঠে গান। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘একা বসবাস করি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘টিকটোক’ শীর্ষক গান। গানটি ২০২২ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি শো’র থিম সং। রং জু এর গানটিতে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, 'আগামীকাল' শীর্ষক গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)