চীন অর্থনৈতিক পুনরুদ্ধার, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করবে
2023-01-29 19:15:51

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে সমন্বিত ও প্রসারিত করবে, ভোগ পুনরুদ্ধারকে ত্বরান্বিত করবে এবং বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগকে স্থিতিশীল করবে। শনিবার প্রধানমন্ত্রী লি খ্যছিয়াংয়ের সভাপতিত্বে স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য নীতি প্যাকেজের কার্যকর বাস্তবায়ন এবং এর ফলোআপ ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। ক্ষুদ্র করদাতাদের জন্য ভ্যাট-ছাড়ের মেয়াদ বাড়ানোর নীতি এবং ক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়কে দেওয়া অন্তর্ভুক্তিমূলক ঋণ কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

বৈঠকে বসন্ত উৎসবের পরে দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও উৎপাদন পুনরায় চালু করার এবং অভিবাসী কর্মীদের তাদের কাজে ফিরে যাওয়ার বা নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য ভাল পরিষেবা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।

অপ্রতুল চাহিদার কথা উল্লেখ করে, সভায় প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে ভোগের দ্রুত পুনরুদ্ধার, অবিচলভাবে উন্মুক্তকরণে অগ্রগতি এবং বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগকে স্থিতিশীল ও আপগ্রেড করার জন্য সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালানোর কথা বলা হয় সভায়। ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা, পাইলট মুক্ত বাণিজ্য অঞ্চল এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলির ভূমিকা আরও ভালভাবে নেওয়ার  নির্দেশনা আসে সভা থেকে।

সভায় প্রধানমন্ত্রী লি বলেন, চীনকে অবশ্যই প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে, ব্যবসায়ের পরিবেশের উন্নতি করতে হবে।  বিশ্বের কাছে ব্যাপকভাবে উন্মুক্ত করার মাধ্যমে বিদেশী বাণিজ্য ও বিনিয়োগকে স্থিতিশীল করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী লি।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: সিনহুয়া।