চায়না ফেলোশিপ চালু করলো ইউরোপীয় কমিশন
2023-01-28 18:23:04

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপীয় কমিশন চীন-সম্পর্কিত বিষয় এবং সাধারণভাবে সিনোলজিতে থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানোর জন্য চীনের ওপর একটি ফেলোশিপ চালু করেছে।

এক ঘোষণায় বলা হয়েছে, এর লক্ষ্য হল ইউরোপ এবং তার বাইরে চীনের উপর গভীর দক্ষতা অর্জন করা এবং কমিশনের মধ্যে চীন সম্পর্কে জ্ঞানের ভিত্তি প্রসারিত করা। 

ইউরোপিয়ান কমিশনের প্রধান মুখপাত্র এরিক মামার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চায়না ডেইলির এক প্রশ্নের জবাবে বলেন, ‘এটি চীন সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করবে। চীন স্পষ্টতই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদার’।

কমিশন বলেছে যে, এটি রাজনৈতিক, সামাজিক, অর্থনীতি, ডিজিটাল প্রযুক্তি এবং পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়গুলোর পাশাপাশি চীন-সম্পর্কিত নিরাপত্তা এবং ঐতিহাসিক বিষয়গুলোতে বিশ্বমানের থিঙ্কট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারদের কাছে আনবে।

প্রতিবার ১২টি ফেলোশিপ প্রদান করা হবে এবং তারা ৬ মাস থেকে এক বছরের জন্য নিযুক্ত হবেন। যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে তারা নির্বাচিত হবেন। 

হাশিম/শান্তা