সিএমজি’র বর্ণাঢ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা-২০২৩
2023-01-28 17:38:57

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা বসন্ত উৎসবের সেরা চমক বহুল প্রতীক্ষিত সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা নাইট ২০২৩। গালার এই আয়োজন উপভোগ চীনাদের উৎসবের অন্যতম একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

‘শত শত পাখি নিড়ে ফিরে’ এই গান এবং নাচের মধ্য দিয়ে একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় হয়।  গান এবং নাচ ছাড়াও কমেডি স্কেচ, অ্যাক্রোব্যাটিক্স ও পিকিং অপেরাসহ চীনের ঐতিহ্যিক নানা বিষয় তুলে ধরা হয়েছে চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে।

২২ জানুয়ারি বেইজিং সময় রাত ৮টায় শুরু হয়ে প্রায় সাড়ে চার ঘন্টা পর্যন্ত চলে এই গ্র্যান্ড গালার আয়োজন। এই অনুষ্ঠানটি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি, সিজিটিএনসহ একাধিক টিভি চ্যানেল, রেডিও স্টেশন, বেশ কয়েকটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম এবং সোসাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।

 ‘শত শত পাখি নিড়ে ফিরে’ এই গান এবং নাচের মধ্য দিয়ে একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় হয়- যা ক্যান্টোনিজ নামিয়ামের উপর ভিত্তি করে পরিবেশিত হয়।

পরে "ড্রাগন ফ্লাইং ওভার চায়না" থিমে অ্যাক্রোবেটিক পারফরম্যান্স উপস্থাপন করে  উত্তর চীনের হ্যপেই প্রদেশের ছাংচৌ শহর এবং উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহর থেকে আশা অংশগ্রহণকারী শিল্পীরা। থাং রাজবংশের আমলের চীনা সেনাবাহিনীর একটি সামরিক প্রশিক্ষণের উপর ভিত্তি করে নিখুঁত দক্ষতা প্রদর্শনের  মাধ্যমে এই পারফরম্যান্সটি করা হয়। 

এ ছাড়া পিকিং অপেরা, চীনা মার্শাল আর্ট এবং ঐতিহ্যবাহী নৃত্যের উপাদান, ১০টি নতুন বিষয়ের পরিবেশনাসহ ৪০টি হৃদয়গ্রাহী আয়োজন গালা অনুষ্ঠানটিকে শুধু সমৃদ্ধই করেনি বরং একটি উচ্চ-মানের সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের কাছে চীনের সৌন্দর্‍্যের একটি দুর্দান্ত প্রেক্ষাপট তৈরি করেছে বলে মনে করেন চীনারা।

ম্যারাথন বৈচিত্র্যের শো’টি দর্শকদের উৎসবের চূড়ান্ত পর্যায়ের আনন্দে মাত্রা যোগ করে, যখন নববর্ষের ঘণ্টা বেজে ওঠে এবং চীনের শেনচৌ-১৫ মহাকাশযান মিশনের ক্রুরা মহাকাশ থেকে তাদের শুভেচ্ছা পাঠান।

ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলাকে উদ্ভাবনী আকারে উপস্থাপন করতে অত্যাধুনিক ভিজ্যুয়াল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ উপভোগ করেন। এর মাধ্যমে চীনাদের ঐতিহ্যিক নববর্ষের আনন্দ আর সম্প্রীতি ছড়িয়ে পরে সবখানে।

১৯৮৩ সালে শুরুর পর থেকে বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি অনুষ্ঠান হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত, অনুষ্ঠানটি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন দর্শক উপভোগ করে আসছেন।

---

চীনের সংস্কৃতি চীনের ঐতিহ্য

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।