বিশ্বব্যাপী চীনা সংস্কৃতি প্রেমীদের তুলিতে বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ
2023-01-28 17:12:51

২২ জানুয়ারি থেকে নানা বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ উদযাপন করছেন চীনের মানুষ।

চীনের বাইরেও পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা চীনারা সমান উৎসাহে উদযাপন করছেন তাদের সবচেয়ে বড় ঐতিহ্যিক এ উৎসবটি। চীনাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চীনা সংস্কৃতি প্রেমিরাও নানাভাবে যোগ দেন এ আয়োজনে।

এমনই একটি নান্দনিক আয়োজন ‘চাইনিজ ব্রিজ চাইনিজ দক্ষতা প্রতিযোগিতা - ক্যালিগ্রাফি ও পেইন্টিং চ্যালেঞ্জ’শীর্ষক প্রতিযোগিতাটি- যেখানে তুলির আঁচড়ে- চিত্রকলায় আর চীনা ক্যালিগ্রাফিতে চীনা চান্দ্র নববর্ষকে মূর্ত করেছেন শিল্পীরা।

বসন্ত উৎসবের একটি অন্যতম অনুষঙ্গ সিংহনৃত্য। সংযুক্ত আরব আমিরাতের শিল্পী হিন্দ মোহাম্মদ সাইদ বাল্লা আল নুয়াইমির তুলিতে ফুটিয়ে তুলেছেন সেই রাজসিক সিংহমূর্তি।

বসন্ত উৎসবের আরেকটি প্রধান বিষয় পারিবারিক পুনর্মিলন ও বিশেষ ভোজ। মিসরের শিল্পী হাবিবা মেধাত আবদেল হাকিম তা-ই ফুটিয়ে তুলেছেন তার চিত্রকর্মে।

এবার চীনা চান্দ্র নববর্ষ হচ্ছে খরগোশ বর্ষ। কানাডার শিল্পী কালৌ ড্যানিয়েল, স্পেনের সিলভিয়া ডি টরেস আরিলো এবং বাংলাদেশের তাসনুভা জেরিন হকের তুলিতে মূর্ত হয়েছে খরগোশের মূর্তি।

চীনের ক্যালিগ্রাফি ও পরিবেশ-প্রকৃতির ছবিও ফুটে উঠেছে অনেক শিল্পীর তুলিতে।

 চমৎকার এ আয়োজনটি মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীরা যেমন নিজেদের শৈল্পিক দক্ষতা দেখাতে পেরেছেন তেমনি নিজেরাও ঐতিহ্যগত চীনা ক্যালিগ্রাফি এবং চিত্রকলার গভীর উপলব্ধি অর্জন করেছেন।

 

চীনের সংস্কৃতি চীনের ঐতিহ্য

প্রতিবেদন: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।