অর্থনৈতিক পুনরুদ্ধার চীনে বিদ্যুৎ ব্যবহার বাড়াবে
2023-01-28 18:20:00

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড নিয়ন্ত্রণে সর্বাত্মক উদ্যোগের মধ্যেই চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার দেশটিতে চলতি বছর বিদ্যুৎ ব্যবহার বাড়াবে।

চায়না ইলেকট্রিসিটি কাউন্সিল-সিইসি’র সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী এ বৃদ্ধি ৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

সিইসি মহাসচিব হাও ইঙ্কচিয়ে বলেন,  ব্যাষ্টিক অর্থনীতি এবং জলবায়ু হল গুরুত্বপূর্ণ দিক যা বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধিকে প্রভাবিত করে। ২০২৩ সালে, চীন তার অর্থনীতির পুরনরুদ্ধার দেখতে পাবে বলে আশা করা হচ্ছে, যা ২০২২ সালের তুলনায় বিদ্যুৎ ব্যবহার বাড়াবে।

হাও জানান, এটি অনুমান করা হয় যে স্বাভাবিক আবহাওয়া বজায় থাকলে চলতি বছর দেশের বিদ্যুৎ খরচ হবে ৯.১৫ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, যা ২০২২ সালের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

সিইসি-র পরিসংখ্যান ও উপাত্তের উপ-পরিচালক চিয়াং তেপিনের মতে, প্রাথমিক শিল্পে বিদ্যুৎ খরচ এ বছর দ্রুত বৃদ্ধির গতি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে এবং সেকেন্ডারি শিল্পে বিদ্যুতের ব্যবহারের বৃদ্ধির হার ধীরে ধীরে বাড়বে।

উচ্চ-প্রযুক্তি উৎপাদন এবং উচ্চ-প্রযুক্তি পরিষেবা শিল্পেও বিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়তে থাকবে বলে চিয়াং জানিয়েছেন।

হাশিম/শান্তা