আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মো. আরমান হোসেন। তিনি ২০১২ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিষয়ে স্নাতক এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি দুই বছর মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন। ডাঃ আরমান ২০২০ সালে চীনের চংচিং প্রদেশের রাজধানী চংচিং-এর চংচিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে চীন সরকারের সিএসসি বৃত্তির আওতায় চিকিৎসা বিদ্যায় উচ্চতর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০২১ সালে আবার চংচিং মেডিকেল ইউনিভার্সিটিতেই সিএসসি বৃত্তির আওতায় পিএিইচডি অধ্যায়ন শুরু করেন। ডা: আরমান বর্তমানে বাংলাদেশের দিনাজপুরের এম আব্দুর রহিম (প্রাক্তন দিনাজপুর মেডিকেল কলেজ) সরকারী হাসপাতালে ইউরোলজী বিভাগে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘এক অঞ্চল, এক পথ’ সম্পর্কে চায়না ডেইলি পত্রিকাসহ অনেক জায়গায় লেখালেখি করেছেন। এছাড়াও তার গবেষণাবিষয়ক বিভিন্ন প্রকাশনা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।