‘তোমাকে অনুসরণ করি’
2023-01-26 10:00:04


বন্ধুরা, আপনারা সাধারণত কোথায় সংগীত শুনেন? সংগীত ওয়েবসাইট ও অ্যাপে নাকি রেডিওতে? বর্তমান ছোট ভিডিওর দ্রুত উন্নয়নে চীনে ছোট ভিডিও অ্যাপ মানুষরা গান শোনার গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ছোট ভিডিও অ্যাপ- ‘তৌ ইন’ বা ‘টিক টক’। এখন চীনে প্রায় ৮০ কোটি মানুষ তৌ ইনের মাধ্যমে নতুন গান আবিষ্কার করে ও শোনে। আর অনেক গান এই ছোট ভিডিও প্ল্যাটফর্ম থেকে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ২০২২ সালে চীনের ছোট ভিডিও প্ল্যাটফর্ম তৌ ইনে সবচেয়ে জনপ্রিয় কিছু গান শুনবো। 


প্রথম গান আমরা শুনবো হল ‘তোমাকে অনুসরণ করি’, গেয়েছেন গায়িকা ওয়াং থিয়ান ক্য ও ছুয়ান ছিং। গানের সুন্দর সুর ও কথা সহজের দর্শকের কান কেড়ে নেয়। বন্ধুরা, এখন শুনুন গান ‘তোমাকে অনুসরণ করি’।গান ১

 

এবার আমরা শুনবো ‘ছোট শহরের গ্রীষ্মকাল’; গেয়েছেন গায়ক লি পি। গানে লেখা হয় গ্রীষ্মকাল সম্পর্কে অনেক মানুষের অভিন্ন স্মৃতি ও কল্পনা: সমুদ্র ও সৈকত, সোডা ও আইসক্রিম ও প্রিয় মানুষ। তাই গানটি শুনে মনের সুন্দর স্মৃতি জেগে উঠে। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো লি পি’র জনপ্রিয় গান ‘ছোট শহরের গ্রীষ্মকাল’।গান ২

 

বন্ধুরা, এবার যে গান আমরা শুনবো এর নাম ‘upupu’, গেয়েছেন পিপি। তাকে গায়ক বলা যায় না, কারণ সে মাত্র ৬ বছর বয়সের শিশু। গান গাওয়া খুব পছন্দ করে বলে পিপি’র মা তার গান রেকর্ড করেন এবং ইন্টারনেটে প্রকাশ করেন।  অপ্রত্যাশিতভাবে তার গানগুলো ইন্টারনেটে জনপ্রিয় হয়েছে।  ‘upupu’ এই গানে শিশুর মজার কল্পনা লেখা হয়। পিপি’র অপরিপক্ব ও কিউট ভয়েসে গানগুলো শুনতে খুব ভালো লাগে।  বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘upupu’ শুনুন।গান ৩

 


বন্ধুরা, এবার আমরা শুনবো একটি ইলেকট্রনিক পপ গান, গানের নাম ‘lonely dance’, গেয়েছেন শেং ইয়ু। তিনি চীনের বিখ্যাত র‍্যাপ গ্রুপ C-BLOCK এর প্রধান ও চীনে সবচেয়ে প্রভাবশালী র‍্যাপ লেবেল SUP MUSIC এর প্রতিষ্ঠাতা। একই সঙ্গে তিনি গীতিকার, প্রয়োজক, অভিনেতা ও ডিরেক্টর। র‍্যাপ চীনে সংখ্যালঘু সংগীত ছিল। শেং ইয়ুসহ অনেক গায়কের চেষ্টায় এখন র‍্যাপ মিউজিক সবার চোখে পড়ে এবং আরো বেশি মানুষ র‍্যাপ মিউজিকের সৌন্দর্য অনুভব করতে পারে। বন্ধুরা, এখন শুনুন শেং ইয়ু’র এই জনপ্রিয় গান ‘lonely dance’।

গান ৪

 

বন্ধুরা, এখন আমরা শুনবো গায়িকা মেং রান রচিত একটি সুন্দর গান ‘তুমিই’। গানের সুর ও কথা বেশ সুন্দর। এতে প্রিয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। গায়িকার পরিষ্কার কণ্ঠে রয়েছে শক্তি ও আশা। গানটি শুনে উৎসাহিত হবে। গানটি প্রকাশের পর মানুষ বিভিন্ন ধরনের ছোট ভিডিওতে তা ব্যবহার করে। চীনে হয়তো কোনো মানুষ গায়িকা মেং রানকে জানে না, তবে সে নিশ্চয় তার এই গান শুনেছে। বন্ধুরা, এখন মেং রানের এই খুব জনপ্রিয় গান ‘তুমিই’ শুনুন।গান ৫


 

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা ইউয়ান ইয়া ওয়ে’র গান ‘আরো কাছে যায়’। তিনি প্রাণবন্ত, শক্তিশালী ও সূক্ষ্ণ কণ্ঠের জন্য পরিচিত। পাশ্চাত্য পপ সংগীতে তিনি তার ও চীনা সংগীতের বৈশিষ্ট্য যোগ করে বিশেষ সংগীতশৈলী সৃষ্টি করেন। তাকে চীনা সোল মিউজিকের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন। ‘আরো কাছে যায়’ এই গানে ইউয়ান ইয়া ওয়ে সব বাধা অতিক্রম করে প্রিয় মানুষের কাছে যেতে যাওয়ার মন সুন্দরভাবে তুলে ধরেন।  বন্ধুরা, এখন এই খুব জনপ্রিয় গান ‘আরো কাছে যায়’ শুনুন।গান ৬

 

অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ২০২২ সালে তৌ ইনের আরেকটি খুব জনপ্রিয় গান ‘nuna’ শুনবো, গায়ক তুই চাং।  আশা করি, আজকের অনুষ্ঠান প্রচারিত এসব চীনা ইন্টারনেটে জনপ্রিয় গানের মধ্যে আপনাদেরও পছন্দের গান আছে।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।