হংকং-এর একটি মালবাহী জাহাজ নাগাসাকির উপকূলে ডুবে গেছে
2023-01-25 16:26:40

জানুয়ারি ২৫: বুধবার কিয়োদো নিউজের খবরে বলা হয়, জাপানের সপ্তম জেলার কোস্ট গার্ড সদর দফতর জানিয়েছে যে, হংকংয়ে নিবন্ধিত একটি কার্গো জাহাজ নাগাসাকি জেলার ম্যান অ্যান্ড ওম্যান দ্বীপপুঞ্জের পশ্চিমে ১১০ কিলোমিটার সমুদ্রাঞ্চলে ডুবে গেছে। খবর অনুযায়ী, জাহাজে মোট ২২জন চীনা এবং মিয়ানমার ক্রু ছিল। তাদের চারজন চীনা ক্রু-কে উদ্ধার করা হয়েছে এবং বাকি ১৮জন সম্ভবত লাইফবোটে করে সমুদ্রে ভাসছে। তাদের অনুসন্ধান কাজ চলছে।

দক্ষিণ কোরিয়ার ‘এশিয়ান ডেইলি’ রিপোর্ট অনুসারে, আজ রাত ১টা ৪৫মিনিটে, দক্ষিণ কোরিয়ার জেজু, সেওগউইপো শহর থেকে ১৫৮.২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী জলসীমায় হংকংয়ে নিবন্ধিত মালবাহী জাহাজ ‘চিন থিয়ান’ ডুবে যায়। জেজু মেরিন পুলিশ এজেন্সি ও জাপানের কোস্ট গার্ড অনুসন্ধান ও উদ্ধারকাজ করছে। কার্গো জাহাজে ২২ জন ক্রু’র মধ্যে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে।

 (ইয়াং/তৌহিদ/ছাই)