বসন্ত উৎসবে বিদেশ ভ্রমণের স্বাদ নিচ্ছেন চীনা পর্যটকরা
2023-01-24 16:41:59

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন দেশে বেড়া যাচ্ছেন চীনা পর্যটকরা। এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে প্রতিবেশী দেশগুলো। সিট্রিপ রিসার্চ ইনস্টিটিউটের স্ট্র্যাটেজিক রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক শেন জিয়ানি বলেন, এশিয়ার দেশগুলো এবার পর্যটন খাতে সুফল ভোগ করবে। কারণ চীনের সবচেয়ে কাছের দেশগুলোই এগুলো।

নববর্ষের প্রথম দিনই নিজের বাবা-মা’কে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে আসেন এক চীনা পর্যটক উ। পূর্ব চীনের চেজিয়াং প্রদেশের রাজধানী হানচৌয়ের বাসিন্দা উ জানান, আরো কয়েকবছর আগেই বেড়াতে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, দেশের বাইরে ভ্রমণের বিধিনিষেধ সরকার তুলে দেওয়ায় প্লেনে যাতায়াত এখন সহজ হয়েছে।

এবারের বসন্ত উৎসবে বিদেশ সফরে যাচ্ছেন আরো বহু পর্যটক। তবে গেল তিন বছর প্রায় নিষ্ক্রিয় ছিলো চীনের বহির্মুখী পর্যটন। চলতি জানুয়ারি মাসই আবারো চাঙ্গা হয় এ খাত। এর ফলে আবারো ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছে বহির্মুখী এই পর্যটন খাত।

চীনের ট্রাভেল ফোটো সার্ভিসের প্রধান হানক হেইজুন জানান, বর্তমানে বিদেশে ঘুরতে যাওয়ার চাহিদা অনেক বেড়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সহজ প্রবেশ নীতি চলছে এমন দেশগুলোকেই চীনা নাগরিকরা ঘুরতে যাবার জন্য বেশি পছন্দ করছে ।  

মামুন/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি