চীনের সানইয়ায় ধানের ক্ষেতে চিত্তাকর্ষক আলোকসজ্জা
2023-01-24 16:49:15

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ প্রদেশ হাইনানের সানইয়া শহরের পেডি ফিল্ড ন্যাশনাল পার্কে একটি চোখ ধাঁধানো লাইট শো'র আয়োজন করা হয়। বসন্ত উৎসব উদযাপনের অংশ হিসেবে গেল রোববার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সানইয়া সিটি পুরোটাই একটি পর্যটন রিসোর্ট হিসেবে পরিচিত। এখান থেকে সরাসরি দেখা যায় সমুদ্রের দৃশ্য। এমন আকর্ষণীয় সৌন্দর্য উপভোগ করতে বসন্ত উৎসবের ছুটিতে ভিড় করছেন পর্যটকরা। ফলে এমন ব্যতিক্রমী আয়োজন পর্যটকদের আনন্দের মাত্রাকে আরো দ্বিগুণ করেছে। বিস্তৃত মাঠ জুড়ে আলোর এমন ঝলক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও বেশ আকৃষ্ট করছে।  

ইউয়ান তুও প্যাডি ফিল্ড রিসোর্ট বা পার্কটিকে পাকা ধানের রঙের সঙ্গে মিল রেখে হলুদ আলো, গাছের পাতার সঙ্গে মিল রেখে সবুজ আলো  এবং লণ্ঠনের চারপাশে মোড়ানো লাল আলোসহ বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো হয়।

ছয়টি থিমে লাইট শো দেখানো হয়। প্রায় ৫ হাজার লোক প্রতি রাতে পার্ক পরিদর্শন করছে বলে জানান ইউয়ান তুও পার্কের উপ ব্যবস্থাপক। এই রিসোর্টি ৬৬ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। লণ্ঠন উৎসবের মধ্য দিয়ে শেষ হবে আলোকসজ্জার এই আয়োজন।

ঐশী/সাজিদ

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস