বসন্ত উৎসবে জমজমাট চীনের বক্স অফিস
2023-01-24 17:11:29

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯ এর বিধিনিষেধ শিথিল ও বসন্ত উৎসবের ছুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের চলচ্চিত্র অঙ্গন। এরইমধ্যে জমতে শুরু করেছে চীনা বক্স অফিস।

বসন্ত উৎসবের ছুটিকে কেন্দ্র করে গেল ৭ দিনে চীনা চলচ্চিত্রপাড়ার আয় ছাড়িয়েছে ২ বিলিয়ন ইউয়ান বা ২৯৪.৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যার বেশির ভাগই এসেছে চীনা চলচ্চিত্র থেকে।

ই-টিকেটিং প্লাটফর্ম মাওইয়ানের তথ্যমতে, গেল সোমবার পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি হয়েছে প্রায় ২.৩ বিলিয়ন ইউয়ানের। 

চলতি মাসের ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত গোটা চীন জুড়েই সপ্তাহব্যাপী চলছে বসন্ত উৎসবের ছুটি। এই ছুটি উপলক্ষে চীনের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে সায়েন্স-ফিকশন, ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র নির্মাণ করা ছবি, স্পোর্টস, কমেডি ও ফ্যান্টাসিসহ বিভিন্ন ধরনের মোট ৭টি সিনেমা।

চীনাদের গুরুত্বপূর্ণ এই উৎসবে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বাছাই প্রক্রিয়া নিয়ে চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনের –সিএফজিসি’র চেয়ারম্যান ফু রুও সিয়াং জানান, সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শুরুতে দর্শকদের চাহিদা পূরণ করার মতো বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা কাজ করলেও তাদের প্রত্যাশা পূরণ হয়েছে।

বসন্ত উৎসবের ছুটিতে বক্স অফিসে সবচেয়ে এগিয়ে আছে সায়েন্স-ফিকেশনধর্মী সিনেমা "দ্য ওয়ান্ডারিং আর্থ ২"। ২০১৯ সালে মুক্তি পাওয়া হিট সিনেমা “দ্য ওয়ান্ডারিং আর্থ“ এর একটি প্রিক্যুয়েল এটি। এখন পর্যন্ত সিনেমাটির আয় ৬৬৫ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

চীনা পরিচালক চাং ই মৌর ঐতিহাসিক সাসপেন্স ঘরনার সিনেমা "ফুল রিভার রেড" ৬০৯ মিলিয়ন ইউয়ান আয় করে বক্স অফিসে দ্বিতীয় স্থানে আছে।

হংকংয়ের অভিনেতা টনি লিউং ও হার্টথ্রব চীনা তারকা ওয়াং ইবোর সিনেমা "হিডেন ব্লেড" ২২৬ মিলিয়ন ইউয়ান আয় করে দখল করেছে তৃতীয় স্থান। 

সম্প্রতি চীন জুড়ে দেশ প্রেম ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। "দ্য ওয়ান্ডারিং আর্থ ২," "ফুল রিভার রেড," "পিং পং: দ্য ট্রায়াম্ফ" সহ ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ সিনেমাগুলো বিনোদনের পাশাপাশি জাতীয় গর্বের থিমের মিশ্রণ ঘটিয়েছে।

গেল বছরের তুলনায় অগ্রিম টিকেটের মূল্য কমানোসহ দর্শক আকৃষ্ট করতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে সিনেমা হল কর্তৃপক্ষ। ফলে ধীরে ধীরে হল্মুখি হচ্ছে চীনের সিনেমাপ্রেমী মানুষ।

সৌরভ/সাজিদ