সহজ চীনা ভাষা:নববর্ষের শুভেচ্ছামূলক কথা
2023-01-24 10:00:05

বন্ধুরা, চীনা সংস্কৃতিতে প্রত্যেক ১২ বছর ১২টি প্রাণীর নামে চিহ্নিত করা হয়। আর ২০২৩ সাল হল চীনের ‘খরগোশ’ বর্ষ। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা খরগোশ সম্পর্কিত একটি ‘ছেং ইয়ু’ শিখাবো; আর তা হল- ‘守株待兔’।  শব্দটি একটি উপকথা থেকে এসেছে। এই উপকথায় বলা হয়, প্রাচীনকালে একজন কৃষকের উর্বর কৃষি জমি ছিল। প্রচুর ফলনের জন্য সে প্রতিদিন পরিশ্রম করতো। জমিতে একটি গাছে গোড়া ছিল। যখন কাজ করে ক্লান্ত হয়ে যেতো, তখন সে ওই গোড়ার পাশে বসে কিছুক্ষণ বিশ্রাম নিত। একদিন তিনি জমিতে কাজ করার সময় একটি খরগোশ কোথা থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যায়, হঠাৎ গাছে গোড়ার সঙ্গে ধাক্কা লেগে মারা যায়। এটা দেখে সেই মানুষটি খুব খুশি হয়, বিনা পরিশ্রমে একটি খরগোশ পেয়েছে সে। সে খরগোশ নিয়ে বাসায় ফিরে এবং ভাবতে থাকে যদি প্রতিদিন একটি খরগোশ পাওয়া যায়, তাহলে কষ্টকর কৃষিকাজ করার দরকার নেই, কতই-না ভালো হতো! তাই পরের দিন থেকে সে জমিতে গাছের গোড়ার পাশে চুপ করে বসে থাকে। কখন একটা খরগোশ আসবে আর গাছের গোড়ায় ধাক্কা খেয়ে মারা যাবে- সেই অপেক্ষায় থাকে। এভাবে অনেক দিন পার হয়ে যায়। আর কোনো খরগোশ দেখা যায় না। এদিকে তার উর্বর জমিও অনুর্বর হয়ে যায়! এই উপকথা মানুষকে সতর্ক করে যে, আকস্মিক সৌভাগ্যের ওপর নির্ভর করতে হয় না, পরিশ্রম না থাকলে কিছুই পাওয়া যায় না। আমাদের জীবন নিজের হাতে তৈরি করতে হয়। যদি সবসময় সৌভাগ্যের জন্য অপেক্ষা করা হয়, কোনো কাজ না-করা হয়, তাহলে আমাদের জীবন সেই মানুষের জমির মত অনুর্বর হয়ে যাবে!

বর্তমানে এই কথাটি দুটি অবস্থায় ব্যবহৃত হয়। প্রথমটি হল উপকথায় সেই কৃষকের মতো এক জায়গায় অপেক্ষা করা বোঝায়। যেমন- পুলিশ অপরাধী গ্রেফতার করার জন্য অপেক্ষা করে। দ্বিতীয়টি হল- আকস্মিক সৌভাগ্যের ওপর নির্ভর করার আচরণ ও চিন্তার প্রতি ব্যঙ্গ করা।

 

কথোপকথন

চীনের বসন্ত উৎসবের সময় একটি গুরুত্বপূর্ণ রীতি হল পরস্পরকে শুভেচ্ছা জানানো। চীনা ভাষায় একে বলা হয় ‘拜年’।  শুভেচ্ছা জানাতে চাইলে নববর্ষের শুভেচ্ছামূলক কথা বলতে হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনাদের খুব বেশি ব্যবহৃত কিছু শুভেচ্ছামূলক কথা আপনাদেরকে শিখাবো।

চীনের বসন্ত উৎসবের শুভেচ্ছামূলক কথা সাধারণত ‘祝你’ এবং একটি ৪- অক্ষর-শব্দ নিয়ে গঠিত হয়। ‘祝你’ মানে ‘তোমার জন্য আশা করি/ কামনা করি’, আর পরের ৪-অক্ষর-শব্দ হল শুভেচ্ছার বিষয়। নিচে কিছু বেশি ব্যবহৃত শুভেচ্ছামূলক শব্দ:

万事如意  wàn shì rú yì সব কিছু সুষ্ঠুভাবে চলুক!

心想事成 xīn xiǎng shì chéng সব ইচ্ছা পূরণ হোক!

身体健康 shēn tǐ jiàn kāng  সুস্থ থাকুন

阖家幸福 hé jiā xìng fú পরিবার সুন্দর ও সুখের হোক

 

যারা ব্যবসা করে, তাদেরকে বলা যায়:

财源滚滚 cái yuán gǔn gǔn  অনেক টাকা অর্জন করুন, ধনী হয়ে উঠুন

生意兴隆 shēng yì xìng lóng  ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হোক

 

যারা চাকরি করে, তাদেরকে বলতে পারেন:

工作顺利  gōng zuò shùn lì কাজ সুষ্ঠুভাবে চলুক

步步高升  bù bù gāo sheng  পদোন্নতি হোক