চীনের বিভিন্ন জায়গায় লোকেরা যেভাবে চন্দ্র নববর্ষ উদযাপন করেন
2023-01-24 14:48:51

প্রিয় বন্ধুরা, চীনের ঐতিহ্যবাহী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আজ ২০২৩ সালের খরগোশ বর্ষের তৃতীয় দিন। অনেক চীনা লোকের কাছে, এই বসন্ত উৎসব হল তিন বছর পর প্রথম বসন্ত উৎসব, যা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করছেন। চীন জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। চীনের বিভিন্ন জায়গায় লোকেরা কিভাবে চান্দ্র নববর্ষ উদযাপন করেন?