‘কল্পনা’
2023-01-24 18:00:04

হুয়াং সিয়াও ইয়ুন ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর চীনের কুই চৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূ-ভাগের একজন পপ সঙ্গীতশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

২০১৫ সালে হুয়াং সিয়াও ইয়ু চ্য চিয়াং টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর লাইভ শো ‘ভয়েস অব চায়নাতে’ অংশ নিয়ে ভালো ফলাফল পান। এভাবে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ২০১৭ সালে তাঁর গান ‘লড়াই’ এবং ‘আর ভালোবাসতে পারবো?’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘খোলা’। গানের কথায় বলা হয়, যেন লম্বা স্বপ্নের মত, কাছে কেউ নেই, ভোরে শুধু আমি। যদি তা বাতাস হয়, কেন এত আগে এসেছো। এই বিশ্বে এত বেশি যদি! স্বপ্ন পছন্দ করি, গান গাইতে পছন্দ করি। এসব আমার কাছে সরল আনন্দ। সময় হয়েছে, সামনে এগিয়ে যেতে হয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘আমাকে দূরের জায়গায় নিয়ে যাও’। গানের কথাগুলো এমন:- যেন স্বপ্ন ক্লান্ত হয়েছে, কেন দুঃখ লাগছে? কে কপালের কাছে নতি স্বীকার করে না? এই আলো দূরে সরে যাচ্ছে, আচ্ছা, ফিরে যাওয়ার পথ কোথায়, ভুলে গেছি। আমাকে দূরের জায়গায় নিয়ে যাও, অন্য জায়গায় যাবো, অপরিচিত দিকে। মালভূমিতে যাবো, ঘাসের মধ্যে পশু দেখবো। আমাকে দূরের জায়গায় নিয়ে যাও।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হুয়াং সিয়াও ইয়ুনের গান ‘চার ঋতু এবং তুমি’। গানের কথায় বলা হয়, চোখ বন্ধ করে এই উষ্ণতা উপভোগ করি। তারা আকাশ থেকে পড়ে যায়। মেঘ ভেঙে আমার স্বপ্নে পড়ে। তুমি আমার হাত ধরো, যেন চাঁদের আলোর মত স্নেহময়। বাতাস- প্রণালী অতিক্রম করে আসে। বনকে অতিক্রম করে স্বপ্নে আসে। আমরা বসন্তকালে ফুল দেখি, গ্রীষ্মকালে বাতাসের অপেক্ষা করি, শরৎকালে হলুদ পাতা খুঁজি, শীতকালে বিদায় দেই।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই হুয়াং সিয়াও ইয়ুনের আরেকটি গান; গানের নাম ‘কল্পনা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)