নববর্ষে চীনা জনগণকে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের শুভেচ্ছা
2023-01-23 17:58:46

জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব নেতৃবৃন্দ, কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা চীনা জনগণকে চান্দ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ২২ জানুয়ারি থেকে খরগোশ বর্ষ উদযাপন করছেন চীনের মানুষ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভ নববর্ষে চীনের মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেছেন, খরগোশ শান্তি এবং সমৃদ্ধির মূর্ত প্রতীক এবং তিনি আশা করেন যে খরগোশের ভাল প্রভাব ‘একত্রে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সঞ্চারিত হবে’।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা, ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রামের (ইউএন-হ্যাবিট্যাট) নির্বাহী পরিচালক মায়মুনাহ মোহম্মদ শরীফও চীন এবং সমস্ত চীনা জনগণকে খরগোশ বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

আন্তর্জাতিক সংস্থার প্রধানদের পাশাপাশি, বিশ্ব নেতৃবৃন্দ এবং কর্মকর্তারাও খরগোশ বর্ষে চীন এবং চীনা জনগণকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নববর্ষের শুভেচ্ছায় চীনা জনগণের সুস্বাস্থ্য, সুখ, আনন্দ এবং শান্তি কামনা করেন।

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাভেস রোবেলসও চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

খরগোশের বছরে চীনা জনগণের সুখ ও স্বাস্থ্য কামনা করেছেন মোলডোভার প্রধানমন্ত্রী নাটালিয়া গ্যাভরিলিসা।

সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রনাবিক চীনাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন ২০২৩ সালে চীন আরও সমৃদ্ধ এবং শক্তিশালী হবে।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা স্থানীয় চীনাদের দ্বারা আয়োজিত একটি বসন্ত উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা জনগণকে  নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি আশা করেন যে চীন-জাপান সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হবে এবং দু’দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে।

এ ছাড়াও পাস্তিনের পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পার্লামেন্ট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও অর্থনৈতিক নীতি কমিটির প্রধানরা, থাইল্যান্ডের সংস্কৃতি ও শ্রমমন্ত্রীরা, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী, হাঙ্গেরির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী, হেগের মেয়র, আরব স্টেটস ব্রডকাস্টিং ইউনিয়নের প্রেসিডেন্ট চীনের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

হাশিম/সাজিদ

তথ্য: সিজিটিএন।