আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর গোলাম জালাল আহমেদ। বর্তমানে তিনি চীনের হ্যানান প্রদেশের লুও ইয়াং শহরের কলেজ অব হর্টিকালচার অ্যান্ড প্লান্ট প্রটেকশান বিভাগের একজন সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ডক্টর আহমেদ তার পিএইচ.ডি. ডিগ্রি নেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি থেকে ২০১২ সালে। পরবর্তীতে, তিনি ইনস্টিটিউট অফ পেস্টিসাইড অ্যান্ড এনভায়রনমেন্টাল টক্সিকোলজি এবং ঝেজিয়াং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ক্রপ সায়েন্সে পরপর দুটি পোস্টডক্টরাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। তার মূল আগ্রহের বিষয় উদ্ভিদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশদূষণ। ড. আহমেদ পিয়ার-রিভিউ জার্নালে ১৫০টিরও বেশি গবেষণাপত্র লিখেছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।