চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে আজ ২১ জানুয়ারি ২০২২ বাঘ বর্ষের শেষ দিন, এবং আগামীকাল ২২ জানুয়ারি ২০২৩ খরগোশ বর্ষের প্রথম দিন। অনুষ্ঠানের শুরুতেই সকল বন্ধুদের চীনের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। ছুন চিয়ে খুয়াই ল্য! শুভনববর্ষ! চীনে বসন্ত উৎসব কিভাবে পালিত হয় এবং কী কী রীতিনীতি আছে? আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জান্নাতুন নাহের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি একজন তরুণ চীন বিশেষজ্ঞ। এর আগে তিনি চীনের সুন ইয়াত সেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে।