‘প্রেমের প্রথম অভিজ্ঞতা’
2023-01-19 10:00:15



আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের জনপ্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাং চেন ইউয়ে।  তিনি ১৯৭৪ সালে তাইওয়ানের ই লান জেলায় জন্মগ্রহণ করেন। আ মেই জাতির মানুষ হওয়ায় তিনি গান গাইতে খুব পছন্দ করেন এবং উচ্চ সংগীত প্রতিভা রয়েছে।  পাশ্চাত্য পপ ও রক সংগীতের প্রভাবে সংগীতের পথে হাঁটেন তিনি।  গায়ক হওয়ার ৩০ বছরে চাং চেন ইউয়ে অনেক জনপ্রিয় গান গেয়েছেন, তিনিও চীনা রক ও হিপ হপ সংগীত খাতের প্রতিনিধিত্বকারী একজন গায়ক। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চাং চেন ইউয়ের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার খুব জনপ্রিয় একটি গান ‘বিদায়’।গান ১

 

গান গাইতে খুব পছন্দ করায় ছোটবেলায় চাং চেন ইউয়ে স্থানীয় গির্জার গায়কদলের সদস্য ছিলেন। সে সময়ে তিনি নিজে গিটার শিখেছেন। মাধ্যমিক স্কুলের সময় তিনি রক, পপ, হিপ হপ ইত্যাদি পাশ্চাত্য জনপ্রিয় গান শোনেন এবং তা খুব পছন্দ করেন। ১৭ বছর বয়সে চাং চেন ইউয়ে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় তাইওয়ানের একজন সংগীত প্রযোজক চাং চেন ইউয়ের সংগীত প্রতিভার প্রশংসা করেন। তার সুপারিশে চাং চেন ইউয়ে একটি সংগীত কোম্পানিতে যোগ দেন ও পেশাদার গায়ক হন। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম ‘তোমাকেই পছন্দ করি’ মুক্তি পায়। বন্ধুরা, এখন শুনুন সেই অ্যালবামে চাং চেন ইউয়ের একটি সুন্দর গান ‘সমুদ্র’।গান ২

 

পরের বছর চাং চেন ইউয়ে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন।  তবে, এ দু’টি অ্যালবাম বাজারে জনপ্রিয় হয়নি। সংগীত কোম্পানি আয়োজিত প্রফুল্ল সংগীতশৈলী তিনিও পছন্দ করেন না। তাই এরপর চাং চেন ইউয়ে সাময়িকভাবে পেশাদার গায়কের কাজ বন্ধ করে দেন। বরং নিজের ইচ্ছামতো সংগীত তৈরি করেন ও গান গান। সেই সময়ে চাং চেন ইউয়ে নতুন বন্ধু খুঁজে পান এবং তাদের সঙ্গে একটি রক ব্যান্ড ‘Free Night’ প্রতিষ্ঠা করেন। ব্যান্ডে তিনিই ছিলেন প্রধান গায়ক। ১৯৯৭ সালে চাং চেন ইউয়ে ও  ব্যান্ড ‘Free Night’  নতুন অ্যালবাম ‘এই বিকেল খুব একঘেয়ে’ প্রকাশ করেন।  এই অ্যালবাম থেকে চাং চেন ইউয়ের সংগীতশৈলী রক ও হিপ হপ পরিবর্তিত হয়। আর তা অপ্রত্যাশিত জনপ্রিয়তা পায়।  বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং চেন ইউয়ের খুব জনপ্রিয় একটি গান ‘প্রেমের প্রথম অভিজ্ঞতা’।গান ৩

 

১৯৯৮ সালে চাং চেন ইউয়ের নতুন অ্যালবাম ‘গোপন বেস’ প্রকাশ করেন। এই অ্যালবামে হিপ হপ, পপ, রক, ইলেকট্রনিকসহ অনেক সংগীতশৈলী দেখা যায়। এতে তখনকার তরুণদের চিন্তাভাবনার পাশাপাশি গায়কের নিজের অনুভূতিও প্রকাশিত হয়। আগের অ্যালবামের মত এই অ্যালবামও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। চাং চেন ইউয়েও সবার কাছে পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং চেন ইউয়ের জনপ্রিয় গান ‘আমাকে ভালোবাসলে যেও না’।গান ৪

 

দু’টি জনপ্রিয় অ্যালবাম প্রকাশের পর হিপ হপ ও রকের শক্তিশালী ও মুক্ত শৈলীর মাধ্যমে তরুণদের অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশ চাং চেন ইউয়ের সংগীতের বৈশিষ্ট্যে পরিণত হয়। তাইওয়ানের পাশাপাশি দেশে বিদেশে আরো বেশি মানুষ তার গান পছন্দ করে। তিনিও ২০০৪ সালে বিশ্ব কনসার্ট ট্যুর আয়োজন করেন। গান গাওয়ার পাশাপাশি চাং চেন ইউয়ে চলচ্চিত্রে অভিনয় করার চেষ্টাও করেছেন। বন্ধুরা, এখন শুনুন চাং চেন ইউয়ে জনপ্রিয় টিভি নাটক ‘তোমাকে দেখতে চাই’-এর জন্য গাওয়া সুন্দর একটি গান ‘গোপন’।গান ৫

 

বন্ধুরা, এখন শুনবো চাং চেন ইউয়ে ও তাইওয়ানের অন্য একজন জনপ্রিয় গায়িকা ছাই চিয়ান ইয়ার সঙ্গে গাওয়া একটি জনপ্রিয় গান, এর নাম ‘মিস করা এক ধরনের রোগ’। গানে সুন্দর সুর ও কথা দিয়ে প্রিয় মানুষ, বন্ধু, পরিবার ও জন্মস্থানকে গভীরভাবে মিস করার কথা প্রকাশ পায়। যা অনেক মানুষের অনুভূতির মতো। মিস করার কথা বললেও গানটি শুনতে দুঃখের নয়, বরং সান্ত্বনা ও শক্তিদায়ক। এই গান চীনের অনেক সংগীত পুরস্কার পেয়েছে; যা চাং চেন ইউয়ের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান।  বন্ধুরা, এখন চাং চেন ইউয়ের গান ‘মিস করা এক ধরনের রোগ’ শুনুন।গান ৬

 

এখন চাং চেন ইউয়ে নতুন নতুন গান গাইছেন, আর তার পুরানো গানও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চাং চেন ইউয়ের আরেকটি সুন্দর গান ‘মধ্যরাতে’ শুনবো। আশা করি আপনারা এসব গান পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।