আসন্ন চীনা নববর্ষকে সামনে রেখে গোটা চীনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চীন জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ২০২৩ সালের ২১ জানুয়ারি চীনা নববর্ষ শুরুর আগের রাতে বরাবরের মতোই চায়না মিডিয়া গ্রুপের গালা নাইটের আয়োজনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজকের অনুষ্ঠানের প্রথম অংশে সবাই মিলে ২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই’র গল্প শুনবো।
আসলে ইউ লেই’র নামের পাশে ‘জাতীয় ট্রেজার’ নামে চীনের কেন্দ্রীয় টিভি স্টেশন বা সিসিটিভি’র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ও প্রযোজক এই ট্যাগ দেওয়া হয়। ‘জাতীয় ট্রেজার’ নামে সিসিটিভি’র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিউ ৪০০ কোটি ছাড়িয়ে গেছে।
‘জাতীয় ট্রেজার সিজন ১’ চীনা সংস্কৃতির ভাণ্ডারের সম্পদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিটি সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পিছনের গল্প এবং ইতিহাস ব্যাখ্যা করার মাধ্যমে আরও দর্শকদের যাদুঘর পরিদর্শনে উৎসাহ দেওয়া হয়। সাংস্কৃতিক ধ্বংসাবশেষের সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সভ্যতার আধ্যাত্মিক শিকড় এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ দ্বারা চালিত চীনা সংস্কৃতির ধারাবাহিকতাও তুলে ধরা হয়। সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা এবং সভ্যতা সুরক্ষার প্রতি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করা হয়। ‘জাতীয় সম্পদ রক্ষক’ হিসাবে সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পিছনের গল্প বলার জন্য প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
‘জাতীয় ট্রেজার’ এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে ইউ লেই বলেন, ‘আসলে অনেক তারকা বা প্রভাবশালী মানুষ এ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাওয়ার পর বিব্রত বোধ করেন। মুভি তারকা মনে করেন, আমি কেবল একজন অভিনেতা, সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংক্রান্ত এই অনুষ্ঠানে আমি কিভাবে অংশ নেবো? আমি কিছুই জানি না।’
তারকাদের বিব্রত হওয়া প্রসঙ্গে ইউ লেই বলেন, ‘আগে ‘জাতীয় ট্রেজার’ মতো এমন টিভি অনুষ্ঠান ছিলো না। তাই অনেক লোক যে বিব্রত হন, তা স্বাভাবিক। তবে তারা সাংস্কৃতিক অবশেষ দেখার পর বুঝতে পারেন, হ্যাঁ, আমি এ কাজ করতে পারি এবং করতেই হবে। কারণ আমি একজন সাধারণ মানুষ। ইতিহাস তুলে ধরার জন্য আমার ভূমিকা থাকা উচিত।’
১৯৮৩ সালে শুরু হওয়া বসন্ত উৎসব গালাটি ৪০ বছর অতিক্রম করেছে। ৪০ বছর ধরে পরিবারের সদস্যদের সম্মিলিত হয়ে বসন্ত উৎসব গালা উপভোগ করা ‘সব মানুষের ডিফল্ট প্রোগ্রাম’ এবং সব চীনা মানুষের সম্মিলিতভাবে তৈরি একটি সমসাময়িক লোক রীতিতে পরিণত হয়েছে।
চলতি বছর একটু আলাদা। অনেকেই তিন বছর পর পুনর্মিলনের জন্য জন্মস্থানে ফিরে যেতে পারছেন। একসাথে পারিবারিক কার্নিভালের বসন্ত উৎসব গালা দেখা হলো অনেকের আন্তরিক ইচ্ছা।
গত ৫ জানুয়ারি, ইউ লেই ২০২৩ সালের খরগোশ বর্ষে সিএমজি’র স্প্রিং ফেস্টিভ্যাল গালার প্রধান পরিচালক হিসাবে একটি প্রেস ব্রিফিংয়ে যোগ দেন।
২০২৩ সালে বসন্ত উৎসব গালার পরিচালক ইউ লেই
ইউ লেই বসন্ত উৎসব গালার পুরনো বন্ধু।
২০১১ সালের মে মাসে ৩২ বছর বয়সে তিনি সিসিটিভি ভ্যারাইটি চ্যানেলের তৎকালীন সহকারী পরিচালক হা ওয়েনকে ‘স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজনে সাহায্য করার কাজ পেয়েছিলেন। শ্রমিক, কৃষক, পণ্ডিত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতেন।
সাতটি আলোচনা সভার পর এক লাখ শব্দের মিটিং মিনিট রাখা হয়, যা শেষ পর্যন্ত ইউ লেইয়ের উদ্যোগে ৮ হাজার শব্দে নেমে আসে। এসব পরামর্শ সেই সময় বসন্ত উৎসব গালার জন্য একটি উদ্ভাবক গাইড হিসাবে কাজ করেছিল।
২০১১ সালের জুন মাসের শেষ দিকে ২০১২ সালে চীনের কেন্দ্রীয় টিভি স্টেশন বা সিসিটিভি’র বসন্ত উৎসব গালার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হা ওয়েনকে নিয়োগ করে। ইউ লেইও সেই বছর থেকে বসন্ত উৎসব গালার কর্মদলে যোগ দেন। ২০১২ সালের পর তিনি টানা ৪ বছর ধরে বসন্ত উৎসব গালার প্রধান লেখক হিসেবে কাজ করেছেন এবং ধীরে ধীরে বসন্ত উৎসব গালার অবস্থান, মেজাজ ও ছন্দের সঙ্গে পরিচিত হয়েছেন।
২০১৫ সালে ইউ লেই সিসিটিভি’র বসন্ত উৎসব গালার প্রধান ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। তিনি মনে করেন, দর্শকেরা বসন্ত উৎসব গালার সমালোচনা করতে পারেন এবং সমালোচনা করতে সবাইকে স্বাগত জানান তিনি। তিনি বলেন, ‘মাঝেমাঝে সমালোচনা খারাপ ব্যাপার নয়। বসন্ত উৎসব গালার ওপর সজাগ দৃষ্টি রাখলে সমালোচনার কথা বলা সম্ভব হবে।’
বসন্ত উৎসব গালা উপভোগের জন্য তরুণ দর্শকদের আকর্ষণ করতে চান ইউ লেই। তিনি জানেন, এ গালার অসংখ্য বয়স্ক ভক্ত দর্শক আছে। তিনি বলেন, ‘আমার বাবা-মা বা দাদা দাদি’র সমান বয়সের দর্শকেরা বসন্ত উৎসব গালা দেখতে খুব পছন্দ করেন। তারা আমাকে বলেন, ‘আপনারা যা করেন, তাই দেখতে পছন্দ করি আমরা।’
বসন্ত উৎসব গালার মাসকট ‘থু ইউয়ান ইউয়ান’
গত বছরের শেষ দিকে ২০২৩ সালে সিসিটিভি’র বসন্ত উৎসব গালার মাসকট উন্মোচিত হয়। মাসকটের নাম হলো ‘থু ইউয়ান ইউয়ান’।
চীনা ভাষায় থু-এর অর্থ খরগোশ। ২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ। জানা গেছে, অনেক দর্শকের পছন্দ অনুসরণে অনলাইন জরিপের ফল অনুযায়ী সফ্ট ও কিউট ‘থু ইউয়ান ইউয়ান’ নির্বাচন করা হয়েছে। এটি গত ৪০ বছরে চীনের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানের প্রথম মাসকট আইপি।
বসন্ত উত্সব গালার মঞ্চের ডিজাইন
শুধু দর্শকদের পছন্দ নয় এবং চীনা সংস্কৃতির সৌন্দর্যই নয়, বরং থু ইউয়ান ইউয়ানে রয়েছে চীনের বিজ্ঞানীদের গবেষণার অগ্রগতিও। আন হুই প্রদেশের মু শু খরগোশ হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন খরগোশ, যা প্রায় ৬ কোটি ২০ লাখ বছরের প্রাচীন। চীনের বিজ্ঞান একাডেমির লি ছুয়ান কুই এটি আবিষ্কার করেন এবং এর নাম দিয়েছেন। থু ইউয়ান ইউয়ানের সামনের চারটি দাঁত আন হুই’র সেই খরগোশের অনুকরণে মাসকটে ব্যবহৃত হয়েছে।
চলতি বছর বসন্ত উৎসব গালার মঞ্চে ইউ লেই এবং তাঁর দল দর্শকদের কি কি বিস্ময় সৃষ্টি করবেন?ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। আর দু’দিন পর আমরা তা দেখবো। লিলি/তৌহিদ/রুবি