কোভিড বিষয়ক তথ্য প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
2023-01-18 17:54:01

জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯ ভাইরাসের সবশেষ ভ্যারিয়েন্ট এক্সবিবি ওয়ান পয়েন্ট ফাইভ বিষয়ক নিজ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির তথ্য প্রকাশ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, এ সংক্রান্ত সব তথ্য চীন খোলামেলা ও স্বচ্ছতার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে প্রকাশ করে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোভিডের এই ভাইরাস যেন না ছড়ায়, সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের ব্যাপারে প্রশ্ন করা হলে মুখপাত্র এ কথা জানান।

তিনি অভিযাগ করে বলেন, অনেক ইউরোপীয় দেশ চীনা নাগরিকদের ভ্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাসের একই ভ্যারিয়েন্ট পাওয়া গেলেও তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না।

ওয়াং ওয়েনবিন বলেন, কোভিড সংক্রমণের একেবারে শুরু থেকেই চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিজস্ব আইন অনুসরণ করে খোলামেলা ও স্বচ্ছতার সঙ্গে তথ্য আদান প্রদান করছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ডেটা –জিআইএসএআইডি’র মাধ্যমেও চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাইরাসের জিনোম সিকুয়েন্সের তথ্য দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, চীনের সরবরাহ করা এসব তথ্য টিকা ও ওষুধ বিষয়ক গবেষণা এবং উন্নয়নে বিপুল অবদান রেখেছে।

ওয়াং ওয়েবিন বলেন, বর্তমানে এক্সবিবি ওয়ান পয়েন্ট ফাইভ বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে। ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তথ্য উল্লেখ করে তিনি জানান, কোভিডের এই ভ্যারিয়েন্টটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আগামী এক মাসের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এ সময় ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সাজিদ/ রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।