‘গোধুলি’
2023-01-18 18:45:43

সুং ইয়া সুয়ান, ২০০৪ সালের ৪ মার্চ চীনের সান তুং প্রদেশের বিন চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী এবং অভিনেতা। ২০১৮ সালের মার্চ মাসে তিনি টিভি সিরিজ ‘স্মৃতিতে’ অভিনয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিল্প মহলে যোগ দেন।

বন্ধুরা, এখন শুনুন সুং ইয়া সুয়ানের গান ‘কারণ নেই’। গানের কথায় বলা হয়, কারণ নেই, সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই মঞ্চে উঠে। সবচেয়ে বড় তারকা হবে। বুঝতে হয়, এই শিল্পে তুমি দক্ষ হলেও প্রশংসা আসবে না। কারণ নেই, কারণ নেই, জিজ্ঞেস করো না। তুমি উপলব্ধি করতে হয়, নিজের জীবনকে চমৎকার করতে হয়।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন সুং ইয়া সুয়ানের গাওয়া আরেকটি গান; গানের নাম ‘বাকি গ্রীষ্মকাল’। গানের কথাগুলো এমন: আমি তোমার হাতে প্রজাপতি এঁকেছি। নীল আকাশে ঘুড়ি উড়ে। যৌবন মানেই আমরা। আহত হওয়ার ভয় পেও না, সাহসের সঙ্গে স্বপ্নের দিকে দৌড়াও। মনে আছে কি, আমি স্কুলের বাইরে তোমার অপেক্ষা করতাম ফুল হাতে, সহপাঠী তা দেখে আমাকে হাসত। সেটা গ্রীষ্মকালের প্রেম।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সুং ইয়া সুয়ানের গান ‘বিশ্বের আরেকটি আমি’। গানের কথায় বলা হয়, আগ মুহূর্তে আমি আতশবাজি দেখছি, পরের মুহূর্তে তুমি মদ পান করছো। তুমি যেন এই বিশ্বের আরেক আমি। আগ মুহূর্তে আমি বার্লিনে বৃষ্টি দেখি, পরের মুহূর্তে তুমি ব্যাংককে সূর্য উপভোগ করো। তুমি যেন এই বিশ্বের আরেক আমি। আমার প্রিয় তুমি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুং ইয়া সুয়ানের গান ‘গোধুলি’। গানের কথাগুলো এমন: পুরো গ্রীষ্মকাল শেষ হলেও অনুভূতি ভালো হয় নি। সড়কে গাড়ি চালিয়ে নিজে থেকে চলে যাই। প্রেমের দুনিয়ায় আহত হওয়া স্বাভাবিক। গোধুলি যত সুন্দর হোক, তবুও রাত আসবে। তোমার মুখে বিদায়ের কথা শুনে সে অনুভূতির কথা মনে আছে।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সুং ইয়া সুয়ানের গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম ‘খুলে দেয়া’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 (শুয়েই/তৌহিদ/সুবর্ণা)