শষ্য উৎপাদনে চীনে নতুন রেকর্ড
2023-01-18 17:53:02

জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: শস্য উৎপাদনে সদ্য সমাপ্ত ২০২২ সালে চীনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। 

কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কৃষিবিদ চাং ইয়ানত্য বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছর দেশটির শষ্য উৎপাদন ৬৮ হাজার ৬৫০ কোটি টনে পৌঁছায়, যা ছিল সর্বকালের সর্বোচ্চ রেকর্ড এবং টানা অষ্টম বছর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারিত ৬৫ হাজার কোটি টন লক্ষ্যেরও বেশি।

তিনি জানান, ২০২২ সালে চীনে সয়াবিনের আবাদ-এলাকা তার আগের বছরের তুলনায় ১৮ লাখ ২০ হাজার হেক্টর বেড়ে ১ কোটি ২ লাখ ৬০ হাজার হেক্টরে পৌঁছেছে। দেশটিতে আবাদের এই পরিমাণ ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।

চাং ইয়ানত্য জানান, ২০২২ সালে সয়াবিনের উৎপাদন দাঁড়ায় ২ কোটি ২ লাখ ৭০ হাজার মেট্রিক টনে, যা ২০২১ সালের তুলনায় ৩৮ লাখ ৯০ হাজার টন বেশি। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।