শস্যের বাম্পার ফলন চাষীকে ধনী বানাচ্ছে
2023-01-18 10:59:16

মধ্য চীনের হুপেই প্রদেশের চিনচৌ শহরের চিয়াং লিং জেলায়

অগাস্ট মাসের শেষ দিকে ধান দানা বাধতে শুরু করে

ছাপ্পান্ন বছর বয়সী চাং বিন ও তার স্ত্রী ইউয়ু লান নিজের ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন

চলতি বছর ধান ভালোই বাড়ছে, দেখতেও ঝরঝরে লাগছে 

চাং বিনের পরিবার ২৭ হেক্টর ধান ক্ষেত ও ২০ হেক্টর শুকনো ক্ষেত ভাড়া করে একটি পারিবারিক খামার প্রতিষ্ঠা করেছে

তবে, ১৬ বছর আগে তার পরিবারের মাত্র ০.১ হেক্টর জমি ছিল

চীন সরকার সর্বনিম্ন খাদ্য ক্রয়ের দাম নির্ধারণ করে দেয়, যাতে তাদের খাদ্যশস্য বিক্রিতে কোন দুশ্চিন্তা করতে না হয়

তাই চাং বিন দম্পতির মতো কৃষকেরা এখন অন্য কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে চাষ করতে চান