বাংলাদেশে প্রথম মাইক্রো টানেলিং স্যুয়ারেজ ব্যবস্থা নির্মাণ করছে চীন
2023-01-18 17:52:20

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ- ওয়াসা, ঢাকার সঙ্গে মঙ্গলবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে চীনা যৌথ-উদ্যোগ প্রতিষ্ঠান তিনটি। চুক্তি অনুযায়ী পূর্ব ট্রাঙ্ক প্রধান উপ-প্রকল্পের পুনর্গঠনের জন্য নকশা প্রণয়ন ও নির্মাণ করবে তারা।

 

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) এর নেতৃত্বে দুটি চীনা বিশেষায়িত জল-ব্যবস্থাপনা কোম্পানি, সাফবন ওয়াটার সার্ভিসেস (হোল্ডিং) ইনকরপোরেশন ও সাংহাই এবং সাংহাই মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ইনস্টিটিউট (গ্রুপ) কোং লিমিটেডের ত্রিপক্ষীয় উদ্যোগ গত ৪ জানুয়ারি এ কাজ পায়। চুক্তিটি ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে সাতটি ট্রাঙ্ক প্রধান নর্দমা উপ-প্রকল্পের একটি।

 

প্রকল্পটির পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, চুক্তির অধীনে, ঠিকাদার গোলাপবাগে ১২.১২ কিলোমিটার ট্রাঙ্ক প্রধান নর্দমা এবং একটি স্যুয়েজ পাম্পিং স্টেশন (এসপিএস) ডিজাইন ও নির্মাণ করবে। এর মধ্যে ৫.৯৭ কিলোমিটার মাইক্রো টানেলিং পদ্ধতি ব্যবহার করে এবং বাকিটি খোলা-ট্রেঞ্চ পদ্ধতি ব্যবহার করে নির্মাণ করা হবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো নর্দমা শোধন প্রকল্পে মাইক্রো টানেলিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

 

হাশিম/সাজিদ।