‘মেঘমুক্ত দিন’
2023-01-18 16:25:22

লান সিন ইয়ু, চীনের খুব তরুণ একজন নারী কণ্ঠশিল্পী। ২০০০ সালের পর জন্মগ্রহণ করেন। তিনি এখন বেইজিং আধুনিক সংগীত ইন্সটিটিউটে লেখাপড়া করছেন। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

বন্ধুরা, এখন শুনুন লান সিন ইয়ু’র কণ্ঠে ‘সিয়াও ইয়ু’ নামে গানটি। গানের কথাগুলো এমন: সবসময় চমৎকার অভিজ্ঞতা হয়। যেন সেদিন তোমাকে দেখেছি। তোমার স্নেহশীল চোখ, সবসময় আমার স্বপ্নে রয়েছে। আমার ভালোবাসা, যেন মেঘের মত, তোমার আকাশে কোথায় থামবো। বৃষ্টিতে রূপান্তর হতে চাই, তোমার মনের জমিকে লালন করবো। ভবিষ্যতের কথা কেয়ার করি না, এই মুহূর্তে তোমার সঙ্গে আনন্দের সময় কাটাতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন লান সিন ইয়ু’র গাওয়া ‘গ্রীষ্মের বাতাস’ নামে গানটি। গানের কথায় বলা হয়, জুলাই মাসের বাতাস, একটু অলস, মেঘও গরম হয়ে যায়। তাহলে চোখ বন্ধ করে কল্পনার জগতে চলে যাই। আমি এবং তুমি, হৃদস্পন্দন বুঝতে পারি। গ্রীষ্মকালের বাতাস, আমি মনে রাখি। স্পষ্টভাবে মনে রাখি, তুমি আমাকে ভালোবাসার কথা বলেছো। দেখেছি তোমার মিষ্টি হাসি। গ্রীষ্মকালের বাতাস, আমার চুল থেকে আসে। তুমি এবং আমার গ্রীষ্ম, বাতাস কথা বলে। গরম বাতাস, পাহাড়ের বাতাস, সমুদ্রের বাতাস। তুমি কোথায়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লান সিন ইয়ুর গান ‘বছরের চার ঋতুতে তোমার পাশে থাকবো’। গানের কথাগুলো এমন: তোমার সঙ্গে শুনি, তোমার সঙ্গে তারা হিসাব করি। তোমার সঙ্গে জেগে উঠি। আকাশের প্রথম আলো দেখি। দেখি ব্যস্ত রাস্তা। আমরা অপেক্ষা করি, সিনেমা শেষের আলিঙ্গন। বাতাস এই সময় আসে। চলো দৌড়াই।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এবারে শুনুন লান সিন ইয়ু’র গান ‘মেঘমুক্ত দিন’। গানের কথায় বলা হয়, গল্পের হলুদ ছোট ফুল, জন্ম থেকে উড়ছে। সুর বাজানো শুরু করি, আকাশের দিকে তাকাই। ফুল পড়ার দিন, স্কুলের সে ক্লাসরুমে, আমি কিন্তু দেখতে পারি না, অদৃশ্য বৃষ্টির দিনে। আবার জিজ্ঞেস করতে চাই , তুমি থাকো না কি চলে যাবে। তবে ভারী বৃষ্টি হয়, আমি তোমাকে আর দেখতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

 (শুয়েই/তৌহিদ/সুবর্ণা)