বিস্তৃত কোভিড পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে বেইজিং
2023-01-18 17:57:02

জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: নোভেল করোনভাইরাস সংক্রমণ পর্যবেক্ষণের জন্য চীনের রাজধানী বেইজিংয়ের স্থানীয় কর্তৃপক্ষ একাধিক পন্হার মাধ্যমে একটি বিস্তৃত ব্যবস্থা গড়ে তুলেছে।

এ ব্যবস্থার মাধ্যমে মহামারী পরিস্থিতির তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

বেইজিংয়ের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-পরিচালক এবং বেইজিং গণকংগ্রেসের উপ-পরিচালক ওয়াং ছুয়ান ইয়ি রাজধানীতে চলমান স্থানীয় দুই অধিবেশনে বলেন, কর্তৃপক্ষে এ পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি সম্পূর্ণ ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং সমাজে মহামারী নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দিতে পারবে।

ওয়াংয়ের মতে, পর্যবেক্ষণ ব্যবস্থার মধ্যে রয়েছে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কোভিড-১৯ রোগীর সংখ্যা, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের মাত্রা, ভাইরাসের ভিন্নতা এবং কোভিড-১৯-এর কারণ বিশ্লেষণ।

তিনি আরও জানান, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন কর্তৃপক্ষ আরও বিস্তৃত তদন্ত ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলবে।

-রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।