সহজ চীনা ভাষা: ইয়ু লৌ ছুন---নববর্ষের দিন
2023-01-17 11:27:21


বন্ধুরা, চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব আসছে। আজ আমরা বসন্ত উৎসব সম্পর্কিত একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘ইয়ু লৌ ছুন---নববর্ষের দিন’, চীনা ভাষায় বলা হয় ‘元日’।  

প্রতিটি দেশ ও জাতির জন্য নববর্ষ খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব, চীনের জন্যও তাই। তবে প্রাচীনকালে চীনের নববর্ষ বিভিন্ন পঞ্জিকা অনুসারে আলাদা সময় অনুষ্ঠিত হতো। কোনো রাজবংশের নববর্ষ চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায়ের প্রথম পর্যায়ে পালিত হতো, যা সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুতে। কোনো রাজবংশের নববর্ষ একটি বছরের শেষ মাসের প্রথম দিন উদযাপন করা হতো। কেউ আবার অক্টোবর মাসে নববর্ষ উদযাপন করতো, যখন চীনে প্রচুর ফলনের সময়। থাং রাজবংশের পর বসন্ত উৎসবের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়। তবে নববর্ষ যে কোনো দিন হোক না কেন, তা মানুষের জন্য গুরুত্বপূর্ণ।  চীনের অনেক কবি নববর্ষ নিয়ে কবিতা রচনা করেছেন। আজকের এই পাঠ হল চীনের পেই সোং রাজবংশের সাহিত্যিক মাও ফাং-এর নববর্ষ নিয়ে লেখা একটি কবিতা। তার কবিতার বিষয় বৈচিত্র্যময় আর সাধারণ মানুষের জীবনের খুব কাছাকাছি। তার এই কবিতায় থুসু মদ পান করা, নাচ-গান করা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের প্রতি শুভকামনা জানানো- ইত্যাদি নববর্ষের রীতিনীতি প্রতিফলিত হয়েছে এবং সেসময় গাছপালা ও ফুল ফোটার দৃশ্য ফুটে উঠেছে। কবিতার কথাগুলো সহজ হলেও নতুন বছর কবির ভালো প্রত্যাশা ও খুশি মন প্রকাশ পায়।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

新 xīn নতুন 新年xīn nián নতুন বছর/নববর্ষ  新衣服   

xīn yī fu নতুন পোশাক 新计划xīn jì huà  নতুন পরিকল্পনা 新节目xīn jié mù নতুন অনুষ্ঠান

迎接 yíng jiē স্বাগত জানানো  迎接新年 yíng jiē xīn nián নতুন বছরকে স্বাগত জানানো  迎接客人 yíng jiē kè rén অতিথিকে স্বাগত জানানো  迎接挑战 yíng jiē tiǎo zhàn  চ্যালেঞ্জের মুখোমুখি 大家开心地迎接节日的到来 dà jiā kāi  xīn de yíng jiē jié rì dào lái সবাই খুশিভাবে উৎসবের আগমনকে স্বাগত জানায়।

开心 kāi xīn খুশি 他开心地笑了tā kāi xīn de xiào le  সে খুশিতে হেসেছে 我很开心 wǒ hěn kāi xīn আমার খুব খুশি লাগে 希望你天天开心 xī wàng nǐ tiān tiān kāi xīn আশা করি তুমি প্রতিদিন খুশি হবে

祝福 zhù fú শুভকামনা 新年祝福xīn nián zhù fú নববর্ষের শুভকামনা 我衷心地祝福大家节日快乐wǒ zhōng xīn zhù fú dà jiā jié rì kuài lè আমি আন্তরিকভাবে সবাইকে উৎসবের শুভকামনা জানাই感谢大家的祝福 gǎn xiè dà jiā de zhù fú সবার শুভকামনার জন্য ধন্যবাদ