‘কথা বলো’
2023-01-17 18:43:21

ওয়াং জিং ওয়েন, ২০০১ সালের ৫ এপ্রিল চীনের হেই লুং চিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী এবং গীতিকার। তাঁর প্রধান গানের মধ্যে রয়েছে ‘কথা বলো’, ‘জানি না কি করবো’ ইত্যাদি।

২০২০ সালের জুলাই মাসে ওয়াং জিং ওয়েন ‘অধিকৃত’ গানটি প্রকাশ করে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। এই গানটি ইন্টারনেটে প্রচারিত হয়েছে ১০ কোটি বার। ২০২১ সালের জুলাই মাসে তিনি চীনের চ্যচিয়াং টেলিভিশনের আয়োজিত নতুন কণ্ঠশিল্পীর লাইভ শো ‘ভয়েস অব চায়নাতে’ অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং জিং ওয়েনের গান ‘ভালোবাসা, আছে’। গানের কথায় বলা হয়, আমি যে প্রেম চাই, তা শুধু তোমার কাছে আছে। প্রেমিক প্রেমিকা হওয়া সহজ নয়, সহজে বিদায় দিও না। বৃষ্টির মৌসুমে চলে যাওয়ার ভুলে যাও। আমরা ঝগড়া করি, পরস্পরকে ভালোবাসি, তোমার স্নেহে হৃদয়ও উষ্ণ হয়। আমি যে প্রেম চাই, শুধু তোমার কাছে আছে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং জিং ওয়েনের গান ‘হবে?’ গানের কথাগুলো এমন: আবার এক বছর শেষ হল, ফিরে তাকালে, কখনই পা থামে নি। ব্যস্ততার শহর, ক্লান্ত- তবে স্নেহশীল। আবার নতুন বসন্ত ও শরৎকাল। মনের স্বপ্ন কি পূরণ হবে? হবে? কি হবে? কি হবে? আমরা সবসময় একসাথে থাকবো, হবে? হবে? ভবিষ্যতের পথ অনেক সুষ্ঠু, হবে? হবে? বসন্তকাল বেশি দূরে নয়, তুমি দেখো, আতশবাজি কত সুন্দর।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং জিং ওয়েনের গান ‘কবিতার মধ্যে আলো’। গানের কথাগুলো এমন: গোধূলির চোখ থেকে চিঠি পাঠিয়েছি, তোমার কথা মিস করি। আমাদের চোখে, উষ্ণতার আলো এবং আনন্দের প্রতিটি মুহূর্ত। যে বাতি আকাশে উড়ে যায়। তা কখনই নেভে না। এই মহাকাশে, সবচেয়ে ক্ষুদ্র বালি, যেন হাত তুলে ধরা যায়। তোমার লেখা কবিতা, জীবনকে আলোকিত করেছে। আমি তোমার পিছে, তারা আকাশে দৌড়বো।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং জিং ওয়েনের আরেকটি সুন্দর গান, গানের নাম ‘কথা বলো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)