‘তৃণভূমিতে দাঁড়িয়ে বেইজিংয়ের দিকে তাকাই’
2023-01-15 11:18:41

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, এ গানের মাধ্যমে আপনারা কি কোনো দৃশ্য দেখেছেন? আমি কিন্তু দেখেছি। আমি দেখেছি নীল আকাশ, সবুজ ঘাস, দলে দলে গরু ও খাসী দাঁড়িয়ে আছে সবুজ ঘাসের বুকে। আমি দেখেছি আমাদের সংখ্যালঘু জাতির বন্ধুদের হাসিমাখা মুখ। তারা মাংস ও মদ খাচ্ছেন আর মনের সুখে গান গাইছেন। কি গান গাইছেন তারা? তৃণভূমির গান। এ গানে তৃণভূমির প্রতি তাদের ভালোবাসা আছে। এ গানে সংখ্যালঘু জাতির শক্তি আছে। এ গানে প্রকৃতির মুক্ত জীবনের কথা আছে। আশা করি আমার মতো আপনারাও এ সব অনুভব করেছেন।

(গান ২)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআইয়ের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান 'তোমার জন্য গান'। আপনারা কোনো প্রিয় গান শুনতে চাইলে জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। আজকের অনুষ্ঠানের থিম তৃণভূমির গান। এখন শোনাবো আরেকটি সুন্দর গান ‘তৃণভূমিতে দাঁড়িয়ে বেইজিংয়ের দিকে তাকাই’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন  ‘তৃণভূমিতে দাঁড়িয়ে বেইজিংয়ের দিকে তাকাই’ শীর্ষক গান। এখন আরেকটি সুন্দর গান শুনবো আমরা। গানের শিরোনাম, 'মালভূমির লাল'। গানটি একটি তিব্বতী জাতির লোক সংগীত। তিব্বতী জাতির বিখ্যাত্ কন্ঠশিল্পী রংচংএরজিয়া গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'মালভূমির লাল' শীর্ষক গান। প্রিয় শ্রোত, আজকের অনুষ্ঠানে আমরা চীনের তৃণভূমি বিষয়ক কিছু সংগীত শুনবো। আপনারা জানেন, চীনে অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল ও তিব্বতী জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে সুন্দর সুন্দর তৃণভূমি আছে। স্থানীয় সংখ্যালঘু জাতি এ তৃণভূমিতে বসবাস করে। তারা ঘোড়ায় চড়ে, পশু চারণ করে, গান গায়। এখন শোনাবো ‘ট্রেনে লাসায় যাবো’ শীর্ষক গান। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘ট্রেনে লাসায় যাবো’ শীর্ষক গান। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা চীনের তৃণভূমি বিষয়ক সংগীতগুলো শুনি। এখন আপনাদের সঙ্গে নিয়ে চীনের বিস্তৃর্ণ সবুজ তৃণভূমিতে চলে যাবো। একসঙ্গে অনুভব করবো চীনের সংখ্যালঘু জাতির সংস্কৃতি। এখন শোনাবো ‘আগুণ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন

(গান ৬)

প্রিয় শ্রোতা, 'আগামীকাল' শীর্ষক গান।  এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)