চিন শা
2023-01-15 11:50:28

চিন শা ১৯৮৩ সালের ১৪ মার্চ চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়িকা ও অভিনেত্রী। ২০০২ সালে তিনি একটি টিভি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার কারণে নাম করা হয়। ২০০৩ সালে তিনি মহাসাগরের প্রজাপতি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম “বায়ু” প্রকাশ করে শোবিজে প্রবেশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি বেশ কয়েকটি পুরস্কারে সেরা নতুন শিল্পী পুরস্কার জিতেন। 

২০০৬ সালের ২৮ মে প্রায় এক বছরের প্রস্তুতির পর চিন শা তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে তিনি লিরিক, ফোক, নৃত্য ও হালকা রকসহ বেশ কয়েক ধরনের স্টাইল ট্রাইল করেন। অ্যালবামের জন্য বিশেষ করে চীনের মূল-ভূভাগ, তাইওয়ান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন বিখ্যাত সঙ্গীতজ্ঞ আমন্ত্রণ জানানো হয়। “অকল্পনীয়” অ্যালবামের নাম হিসেবে বাছাই করা হয়, এক ধরনের অদ্ভুত পরিবেশ তৈরি করে, সবার জন্য একটি অদ্ভুত ও সতেজ অনুভূতি দিতে চায়। 

 

২০০৭ সালের মার্চ চিন শা চীনের তাইওয়ানে একটি সিলেক্টিড অ্যালবাম প্রকাশ করেন। এটা প্রধাণত তাঁর প্রথম দু’টো অ্যালবামের আংশিক গান বাছাই করা হয়। পয়লা জুন তিনি তাঁর তৃতীয় একক অ্যালবাম “ঋতু পরিবর্তন” প্রকাশ করেন। হালকা রক স্টাইলের অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভূক্ত হয়। তিনি প্রথমবারের মতো অ্যালবামের শিরোনাম গান “ঋতু পরিবর্তন”-এর জন্য অর্কেস্ট্রেশন করেছেন। 

২০০৮ সালে চিন শা চলচ্চিত্র ও টিভি নাটকে তাঁর ক্যারিয়া উন্নয়ন শুরু করেন। অগাস্ট তিনি টিভি নাটক “সুখের কান্না” অভিনয় করার পাশাপাশি নাটকের থিমসং, শেষ গান এবং অন্য গান গেয়েছেন। ২০০৯ সালে তিনি ক্যারিয়ার গুরুত্ব আবার সঙ্গীত ফিরে নেন। ১৪ ফেব্রুয়ারি তিনি একক গান “এ ধরনের ভালোবাসা” প্রকাশ করেন। ২০১০ সালের জানুয়ারি তিনি প্রথমবারের মতো কস্টিউম টিভি নাটকে অভিনয় করেন। তিনি নাটকের জন্য “কিংবদন্তি” নামক গান সৃষ্টি ও গান। ১৫ অক্টোবর তিনি গানটির একই নামের অ্যালবাম, অথবা তাঁর চতুর্থ অ্যালবাম “কিংবদন্তি” প্রকাশ করেন। অ্যালবামে ৪টি গান তিনি সৃষ্টি করেন। 

 

আসলে “কিংবদন্তি” অ্যালবামটি তিন বছর পর চিন শা’র একটি নতুন অ্যালবাম। অ্যালবামটি থেকে তিনি সৃজনশীল গায়িকার দিকে পরিবর্তন শুরু করেন। আগের তিনটি অ্যালবামের চেয়ে তিনি ৪টি গান সৃষ্টি করার পাশাপাশি অ্যালবামের প্রযোজক হন। অ্যালবামের প্রস্তুতি শুধু দেড় মাসের সময় ছিল। তিনি আশা করেন, ভবিষ্যতে তাঁর গানগুলি পপসঙ্গীত হোক অথবা চীনা স্টাইল হোক, শ্রোতাদের সহানুভূতিশীল স্পর্শ দিতে পারবে। 

 

(প্রেমা/এনাম)