জানুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে এখন কেনাকাটার ধুম পড়েছে। জমজমাট হয়ে উঠেছে পণ্য বেচাকেনা।
নববর্ষের প্রধান যেসব অনুষঙ্গ রয়েছে সেসব পণ্যে এখন সয়লাব বিভিন্ন শহরের বাজারগুলো।
ঐতিহ্যবাহী চীনা লন্ঠন, শুভ বার্তা লেখা লাল কাগজ, বিভিন্ন রকম ওয়াল হ্যাংগিং বিক্রি হচ্ছে দেদার। চীনের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী এ বছর খরগোশ বর্ষ। তাই খরগোশের সফট টয়েজ , খরগোশ প্রতীকে নানা রকম গৃহসজ্জা সামগ্রী পাওয়া যাচ্ছে বাজারে। পাশাপাশি বিক্রি হচ্ছে হানফুসহ নানা রকম ঐতিহ্যবাহী পোশাক। উৎসবকে সামনে রেখে জমে উঠেছে ফুলের বাজারও। প্রচুর ফুল বিক্রি হচ্ছে বিভিন্ন শহরে।
শান্তা/সাজিদ