‘তোমার প্রতি আচ্ছন্ন’
2023-01-12 10:00:05


আজকের অনুষ্ঠানে একজন চীনা গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সু শি তিং। তিনি সুন্দর কণ্ঠ ও উচ্চমানের গান রচনার দক্ষতার জন্য পরিচিত। তার রচিত গান শক্তি ও আবেগপূর্ণ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা সু শি তিংয়ের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার একটি জনপ্রিয় গান ‘তোমার প্রতি আচ্ছন্ন’।গান ১

 

সু শি তিং ১৯৮৮ সালে শ্যানসি প্রদেশের সিআন শহর জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ট্রাম্পেট বাদক। বাবার প্রভাবে সু শি তিং ছোট থেকে সংগীতের প্রতি খুব আগ্রহী হয়ে ওঠেন। তিনি পিয়ানো, বেহালা ও আরহুসহ অনেক বাদ্যযন্ত্র শিখেন। মাধ্যমিক স্কুল শেষ করে তিনি সিআন সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন গান গাওয়া শিখেন। স্নাতক পাসের পর সু শি তিং একজন সংগীত শিক্ষক হন। তবে সংগীত শিখানোর চেয়ে তিনি গান গাইতে পছন্দ করেন। ২০১১ সালে তিনি চায়না মিউজিক গোল্ডেন বেল পপ সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। যা চীনের সবচেয়ে প্রভাবশালী পেশাদার সংগীত প্রতিযোগিতা। এতে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। এর পর সু শি তিং গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন।গান ২

 

২০১২ সালে সু শি তিং সংগীত শিক্ষকের কাজ ছেড়ে দেন। তিনি সিআন থেকে শাংহাইয়ে যান। শাংহাইয়ে জীবিকা অর্জনের জন্য তিনি বিভিন্ন কাজ করেছেন, তবে কখনও গান রচনা ছেড়ে দেননি। এ অবস্থা ২০১৪ সাল পর্যন্ত চলে। সেই বছরে সু শি তিং চীনের জনপ্রিয় একটি টিভি সংগীত অনুষ্ঠান ‘চীনের শ্রেষ্ঠ গানে’ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার রচিত গান ‘নীরব বন’ সবার মন জয় করে। এর মাধ্যমে সু শি তিং গায়িকা হিসেবে মানুষের কাছে পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন সু শি তিংয়ের সেই সুন্দর গান ‘নীরব বন’।গান ৩

 

গায়িকা হওয়ার পর সু শি তিং ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন নি, বরং  মিউজিক ভিডিওতে অভিনয় শুরু করেন। তিনি বলেন, মঞ্চে গান গাইতে আরো ভালো লাগে। তা ছাড়া তিনিও অনেক টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। বন্ধুরা, এখন আমরা শুনবো সু শি তিং নাটক ‘লিউ ফাং’-এর জন্য গাওয়া সুন্দর গান ‘লিউ ফাং’।গান ৪

 

মঞ্চে গান গাইতে পছন্দ করার কারণ সু শি তিং অনেক সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ২০১৬ সালে তিনি জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘শ্রেষ্ঠ গানে’ অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। পেশাদার গায়ক ও গীতিকার হিসেবে পুরানো গান গাওয়ার সময়ে সু শি তিং সবসময়ে নিজের ধারণা ও সংগীত বৈশিষ্ট্য যোগ করেন, চমৎকার পারফর্ম্যান্স প্রদর্শন করতে পারেন। বন্ধুরা, এখন শুনুন সু শি তিংয়ের গাওয়া একটি সুন্দর পুরানো গান ‘পেছনে’।গান ৫

 

অন্যান্য গায়ক অনেক গান রচনার পর সু শি তিন অবশেষে ২০২০ সালে তার ব্যক্তিগত অ্যালবাম ‘সু’ প্রকাশ করেন। ‘বর্তমান মানুষ সহজে মহাকাশে যেতে পারে, তবে মনের মহাকাশ অন্বেষণ করা অনেক কঠিন’---এই ধারণা থেকে অ্যালবামটি তৈরি হয়েছে। এতে সু শি তিন বিভিন্ন সংগীত শৈলী ও গান গাওয়ার উপায় দিয়ে মনের সত্য অনুভব তুলে ধরেন, জীবনের প্রতি তার চিন্তাভাবনা প্রকাশ করেন। তার গানগুলো অনেক মানুষের একই অনুভূতি সৃষ্টি করে। তিনি এই অ্যালবামের জন্য বার্ষিক শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে সু শি তিংয়ের একটি সুন্দর  গান ‘লাল পাখি’গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে সু শি তিংয়ের আরেকটি সুন্দর গান ‘মাথা ঘুরিয়ে তোমাকে দেখি’ শুনবো। আশা করি আপনারা এসব গান পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।