‘মনে রাতের বাতাস বইতেছে’
2023-01-12 19:42:00

আ লি ইউয়ে, চীনের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। চীনের কুয়াংতুং প্রদেশের ইয়াং চিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ‘মনে রাতের বাতাস বইছে’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হন।

আ লি ইউয়ে বিশেষ করে- ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়। ছোটবেলায় তিনি নাচতে গাইতে পছন্দ করতেন এবং তাঁর চেহারা অনেক মিষ্টি। স্কুলে লেখাপড়ার সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন। তিনি খুব ভালোভাবে পিয়ানো ও গিটার বাজাতে পারেন। তাই তিনি নিজের গান গাওয়ার ভিডিও ওয়েবসাইটে পোস্ট করে বিখ্যাত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন আ লি ইউয়ে’র গান ‘মনে রাতের বাতাস বইতেছে’। গানের কথায় বলা হয়, আশা করি মনে রাতের বাতাস বইছে, অশ্রুকে নিয়ে যাবে। যেন ঘুড়ির মত তোমার পিছে দৌড়াই, তোমার অপেক্ষায় সারা জীবন সময় দিতে পারি। আন্তরিকতার সঙ্গে তোমাকে রেখে দিতে চাই। স্বপ্নে বাসায় ফেরার সেই বাতি দেখি। মনে শুধু তুমি। এই জীবনে আর অনুতাপ নেই। বিচ্ছিন্ন হলেও তোমাকে মিস করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন আ লি ইউয়ে’র গান ‘তোমার হাল্কা হাসি’। গানের কথায় বলা হয়, প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, মনের ঢেউ চলে যায়। ঠান্ডা বাতাসে সব কিছু বিরক্ত হয়। তবে ওই পায়ের শব্দ, হাল্কা ধোঁয়ার মত অদৃশ্য হয়ে যায়। আবার তোমার কথা মিস করি, স্মৃতি লম্বা সেতুতে পরিণত হয়। সেই অন্ধ কর্ণার থেকে হৃদয়ে তোমার কাছাকাছি হয়। তবে, আমার সত্য প্রেম, তোমার প্রয়োজন হয় না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আ লি ইউয়ে’র গান ‘শরৎ আসে, শরৎ চলে যায়’। গানের কথাগুলো এমন: লাল, হলুদ পাতা আমার জানালার বাইরে, দূরের তুমি, ভালো আছো কি? কেন তোমার জন্য আমি অপেক্ষা করি। কেন হাজার গরম অশ্রু আমার স্বপ্নে দেখা যায়। আবার ঠান্ডা শরৎ, ভীষণ চিন্তার শরৎ। জানো, শরৎ-এর বাতাস মানুষের মন খারাপ করে। তবে, তোমার সঙ্গে আবার দেখা করতে পারবো। শরৎ আসে, শরৎ যায়, কত বয়স হলে বিশ্বাস করতে পারি, আমাদের প্রেম ইতোমধ্যে শেষ..। শরৎ আসে, শরৎ যায়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আ লি ইউয়ে’র আরেকটি সুন্দর গান, গানের নাম ‘দুশ্চিন্তা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।