মিল্ক কফি
2023-01-11 12:31:36

‘মিল্ক কফি’ চীনের মূল-ভূভাগের একটি সঙ্গীতদল। সঙ্গীতদলটি ফু ইয়ান এবং গে ফেই দু’জনকে নিয়ে গঠিত।

২০০৪ সালে ‘মিল্ক কফি’ সঙ্গীতদলটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে সঙ্গীতদল প্রথম একক গান “লাসিয়া” প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করে। একই বছর তারা প্রথম অ্যালবাম প্রকাশ করে। 

 

২০০৫ সালের ২২ ডিসেম্বর ‘মিল্ক কফি’ প্রকাশিত প্রথম অ্যালবামে মোট ১১টি গান অন্তর্ভূক্ত হয়। তারা অ্যালবামের প্রযোজক। আসলে সঙ্গীতদল প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তারা অ্যালবামের প্রস্তুতিমূলক কাজ শুরু করে এক বছরের সময়ে ১১টি গান সম্পন্ন করেছেন। সঙ্গীতদলের সদস্য গে ফেই অন্যান্য কণ্ঠ শিল্পী সঙ্গীত রচনা করার কারণে অ্যালবামটি বার বার স্থগিত রাখা হয়েছে। “পোড়া! ছোট মহাবিশ্ব” হলো সঙ্গীতদলের সদস্য ফু ইয়ানের পোষা শব্দগুচ্ছ। তিনি এ কথাটি দিয়ে নিজেকে উত্সাহ দেন। সুতরাং অ্যালবামের শিরোনাম হিসেবে নিশ্চিত করা হয়। তারা অ্যালবাম এবং শিরোনাম গানটি দিয়ে শ্রোতাদের হৃদয়ের বিশ্ব প্রজ্বালিত করে, আশাবাদী ও আত্মবিশ্বাসীভাবে স্বপ্ন বাস্তবায়ন উত্সাহ দিতে চান। 

২০০৮ সালে সঙ্গীতদল দ্বিতীয় অ্যালবাম “বয়স যত বেশি তত একাকী” প্রকাশ করে। ২০০৯ সালে তারা আগের রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি শেষ করে, “মিল্ক কফি সঙ্গীত স্টুডিও” রূপে নতুন ইপি “একাকীত্বে অভ্যস্ত হই” প্রকাশ করেন। 

 

২০১০ সালের সেপ্টেম্বর সঙ্গীতদলটি এইচ ব্রাদার্স সঙ্গীতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাদের দ্বিতীয় ইপি “তোমাকে কিছু রঙ দেই” প্রকাশ করে। এতে “সময় নেই” ও “গুড মর্নিং”সহ তিনটি গান অন্তর্ভূক্ত হয়। ২০১১ সালের জুলাই “মিল্ক কফি” তৃতীয় ইপি “লস্ট অ্যান্ড ফাউন্ড” প্রকাশ করে। “হ্যালো, আগামীকাল” ইপি’ তে অন্তর্ভূক্ত ৪টি গানের মধ্যে অন্যতম। 

সঙ্গীতদল “মিল্ক কফি”র একটি খুব মজার গান আছে। গানের নাম “কারি কফি”। বাহ, এ রকম কফির স্বাদ কেমন হয়? আমি জানতে চাই, আপনারা? 

   

(প্রেমা/এনাম)