কীভাবে প্রেমের গান গাই
2023-01-10 17:08:50

লিউ সি চুন, চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৮৮ সালের ৩০ এপ্রিল চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরে জন্মগ্রহণ করেন।

২০১০ সালে লিউ সি চুনের প্রথম অ্যালবাম ‘প্রেমের বাগান’ বাজারে আসে। ২০১১ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘ভোরবেলা’ প্রকাশিত হয়। এ অ্যালবাম নিয়ে তিনি সেই বছরের ‘সবচেয়ে জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীর’ পুরস্কার জিতে নেন।

বন্ধুরা, এখন শুনুন লিউ সি চুনের কণ্ঠে ‘খালি স্মৃতি’। গানের কথাগুলো এমন: তোমার ছায়া, কাছে বা দূরে। কেন পরিচিত আবার অপরিচিত লাগছে। কে আমাকে বলে, কীভাবে খুঁজি, মনের সে সাহসী। কার মনে অবরুদ্ধে থাকে। স্মৃতি জেগে ওঠে। অথবা সবকিছু ভুলে যাই। আগের ঘনিষ্ঠতা আর উল্লেখ করা যায় না। আমাদের হৃদয়ের দূরত্ব কত, মানুষের ভিড়ে, কে তোমার মত হতে পারে। সেই খালি স্মৃতি, মনে লুকিয়ে রাখি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লিউ সি চুনের গান ‘আনন্দ মেয়ে’। গানের কথাগুলো এমন: আমি মিষ্টি স্বাদ চাই, আমি সুগন্ধের বুদবুদ চাই। আমি লবণাক্ত অশ্রু চাই না, আমি চাই সব তারা ঝিকমিক করুক। আমার রহস্যময় কল্পনা আছে, সময় অতিক্রম করে সবখানে বেড়াই। হাসি, লাফাই, আনন্দ মেয়ের দুশ্চিন্তা নেই। বৃষ্টি, খুশি, সব চিন্তা চলে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিউ সি চুনের কণ্ঠে ‘তখনকার আমি’ গানটি। গানের কথায় বলা হয়, মাথা উঠিয়ে আকাশের রং দেখি, চুল হয়তো লম্বা হয়। বাসায় হেঁটে ফিরি, আবহাওয়া অনেক গরম হয়। ডায়রিতে কি লিখি, কিছু চিন্তা ও উদ্বেগ, তবে আরো আছে বাকি আমার আনন্দ। তখনকার আমি, কর্ণারে বসি। তখন সে আমাকে ভালোবাসার কথা বলে, তখন সারা দিন একাকী লাগে না।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদের শোনাবো লিউ সি চুনের গান ‘কীভাবে প্রেমের গান গাই’। গানের কথাগুলো এমন: বৃষ্টির দিনে এই গান থেকে তোমার দুঃখ লাগবে কি না। দশ বছরে আমরা প্রেমিক-প্রেমিকা থেকে অপরিচিত মানুষ হয়েছি। ভালোবাসা, অবশেষে শীতল হয়ে গেছে, কোনো উত্তর পাওয়া যায় না। সমুদ্র তিক্ত হতে পারে, তখন বন্দর কে খুঁজবে। কীভাবে প্রেমের গান গাই, গাইতে গাইতে চোখ লাল হয়ে যায়। কীভাবে প্রেমের গান গাই, গাইতে গাইতে চোখে অশ্রু আসে।

আচ্ছা, শুনুন গানটি।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)