চীনে জমে উঠেছে বসন্তের কেনাকাটা
2023-01-10 17:32:16

জানুয়ারি ১০: আসন্ন বসন্ত উত্সবকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন চীনারা। চীনা ভাষায় বসন্তের কেনাকাটাকে বলা হয় ‘পান নিয়ান হুও’। পান মানে কেনাকাটা করা, নিয়ান মানে বছর, এবং হুও মানে পণ্য। চলুন, দেখা যাক চীনের বিভিন্ন বাজারের অবস্থা এখন কেমন?

 


 

গত ৯ জানুয়ারি চে চিয়াং প্রদেশের টাই চৌ শহরে একজন শিশুকে নিজের লেখা ‘ফু’ শব্দ প্রদর্শন করতে দেখা যায়।

 

 

গত ৯ জানুয়ারি কুই চৌ প্রদেশের একটি সুপারমার্কেটে এক বাবা তাঁর সন্তানদের জন্য বসন্তের উপহার বাছাই করছেন।

 

 

গত ৮ জানুয়ারি বেইজিংয়ের একটি ফুলের বাজারে ফুল কিনছেন ক্রেতারা।

 

 

গত  ৯ জানুয়ারি চিয়াং সু প্রদেশের নান চিন শহরবাসী সুপারমার্কেটে কেনাকাটা করছেন।