ওয়াং হোইয়ে
2023-01-09 17:18:11

ওয়াং হোইয়ে ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি চীনের হেইলোংচিয়াং প্রদেশের রাজধানী হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীতের কণ্ঠশিল্পী। তিনি হারবিন ফাইন্যান্স ইউনিভার্সিটি (এইচএফইউ) থেকে স্নাতক হন। ২০২১ সালের ১১ মার্চ তিনি প্রথম একক গান “শক্তিশালী বাতাস বইছে” প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। গানটি অনলাইনে শুধু দু’সপ্তাহে কিউকিউ, কুওও এবং কুগো মিউজিক হট লিস্টে টপ টেনে পরিণত হয়।

২০২১ সালের এপ্রিল মাসে তিনি জেচিয়াং টিভির একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের ১৪ জুন তিনি সিসিটিভির ড্রাগন-নৌকা উত্সবের বিশেষ অনুষ্ঠানেও অংশ নেন। আর ২১ সেপ্টেম্বর তিনি সিএমজি’র মধ্য-শরত উত্সব অনুষ্ঠানে “শক্তিশালী বাতাস বইছে” গানটি পরিবেশন করেন। ওই বছরের ৬ অক্টোবর ও ৩১ ডিসেম্বর তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তা থেকে বোঝা যায়, ২০২১ সালে তাঁর গান খুব জনপ্রিয় ছিল।

 

২০২২ সালের ২৭ জানুয়ারি, তিনি চলচ্চিত্র “দ্য হেভেন সোর্ড এবং ড্রাগন সাবার”-এর জন্য প্রচারের সুর প্রকাশ করেন। 

 

২০২১ সালের ১২ এপ্রিল ওয়াং হোইয়ে প্রথম সঙ্গীত ইপি “আমার নাম” প্রকাশ করেন। একই বছরের ১ জুন এবং ৮ নভেম্বর তিনি পরপর দু’টো মূল একক গান “বড় মানুষ” ও “সব কিছুর আইন” প্রকাশ করেন। এতে মোট তিনটি গান অন্তর্ভূক্ত হয়। ইপি’র শিরোনাম গান ছাড়া “গরম টিনের ছাদের গ্রীষ্মকাল” এবং “কিশোরের মত গল্প”দু’টো গান রয়েছে। 

 

জনপ্রিয় হওয়ার কারণে ওয়াং হোইয়ে অনেক টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২২ সালের ২২ এপ্রিল জেচিয়াং টিভির অনুপ্রেরণামূলক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেয়ার সময় তিনি কণ্ঠশিল্পী লিউ সিচুনের সঙ্গে “হৃদয়ে রাতের বাতাস বয়ে যায়” নামক গান গেয়েছেন। যৌথ গানটি খুবই সুন্দর। 

 

ওয়াং হোইয়ে অনেক নারী কণ্ঠশিল্পীর সঙ্গে যৌথ গান গেয়েছেন। লিউ সিচুন ছাড়া তিনি অ্যাঞ্জেলা জাং শাওহানের সঙ্গে “অধ্যায়” গেয়েছেন এবং হুয়াং সিয়াওইয়ুনের সঙ্গে “ম্যাডাম প্রজাপতি” গেয়েছেন। 

 

 অনুষ্ঠান শেষে আপনাদেরকে আমি ওয়াং হোইয়ে’র আরও দু’টি গান শোনাতে চাই। গানের নাম ‘ক্ষমা’এবং “তোমার জন্য”। 

 

(প্রেমা/এনাম)